New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/PUNJAb-news-759.jpg)
সৌভাগ্য়বশত কেউই এ ঘটনায় হতাহত হননি।
হঠাৎই বিস্ফোরণে হুড়মুড় করে পালানোর চেষ্টা করেন কুশপুতুলের সামনে থাকা কয়েকজন। রীতিমতো পদপিষ্টের মতো দুর্ঘটনা ঘটতে পারত। সৌভাগ্য়বশত কেউই এ ঘটনায় হতাহত হননি।
সৌভাগ্য়বশত কেউই এ ঘটনায় হতাহত হননি।
বিশালাকার রাবণের কুশপুতুল তৈরি করা হয়েছে। কুশপুতুলে বাজি ভরে রাখা হয়েছে। রাবণের কুশপুতুলের সামনে ভিড় কয়েকজন মানুষের। কিছুক্ষণের মধ্য়েই দশেরায় রাবণ দহনের অনুষ্ঠান শুরুর কথা ছিল। তার আগেই আচমকা বিস্ফোরণে আগুন ধরে গেল রাবণের কুশপুতুলে। দশেরায় রাবণ দহন করতে গিয়ে এমন ভয়ঙ্কর কাণ্ডই ঘটল পাঞ্জাবের বটালায়। সেই ভয়ঙ্কর মুহূর্তের ভিডিও সোশ্য়াল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
হঠাৎই বিস্ফোরণে হুড়মুড় করে পালানোর চেষ্টা করেন কুশপুতুলের সামনে থাকা কয়েকজন। রীতিমতো পদপিষ্টের মতো দুর্ঘটনা ঘটতে পারত। সৌভাগ্য়বশত কেউই এ ঘটনায় হতাহত হননি।
দেখুন: রোগীদের চাঙ্গা করতে পিপিই কিট পরেই হাসপাতালে নাচলেন চিকিৎসক, ভাইরাল সেই ভিডিও
দেখুন সেই ভিডিও:
পিটিসি নিউজ সূত্রে খবর, কংগ্রেস নেতা ও প্রাক্তন বিধায়ক অশ্বিনী সেখরির নেতৃত্বে একদল যুবক জড়ো হয়েছিলেন সেখানে। তাঁদের সঙ্গে ছিলেন দশেরা কমিটি ও স্থানীয় নেতারা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন