বেজায় চটে গেছেন বিরাট প্রেমীরা, কী বলছেন তাঁরা?

বর্তমানে প্রশ্নের মুখোমুখি বিরাট ব্রিগেড সঙ্গে বিরাটের অধিনায়কত্ব। সোশাল নেটওয়ার্কিং সাইট জুড়ে শুরু হয়েছে ট্রোলের বন্যা।

বর্তমানে প্রশ্নের মুখোমুখি বিরাট ব্রিগেড সঙ্গে বিরাটের অধিনায়কত্ব। সোশাল নেটওয়ার্কিং সাইট জুড়ে শুরু হয়েছে ট্রোলের বন্যা।

author-image
IE Bangla Web Desk
New Update
virat

সোশ্যাল মিডিয়ায় মিমের ঝড়।

আজ নয়, কাল, কাল নয় পরশু, এমন করেই ছ'টা ম্যাচ অতিক্রম। জয়ের মুখ এখনও দেখতে পায় নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রশ্ন উঠছে, শেষ কবে জিতেছিল তারা। বিরাট প্রেমীরা আইপিএল শুরুর আগে ভাবতে পারেন নি, হারের ফর্দ বানিয়ে ফেলবে আরসিবি। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এসেছে তাদের সাম্প্রতিকতম হার। আর এই পরাজয়ের সঙ্গেই লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে আরসিবি। ব্যস, তামাম নেটিজেনদের হাতে রীতিমত নিন্দা মিমের শিকার হয়েছেন বিরাট।

Advertisment

বর্তমানে প্রশ্নের মুখোমুখি বিরাট ব্রিগেডের সঙ্গে বিরাটের অধিনায়কত্ব। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জুড়ে শুরু হয়েছে ট্রোলের বন্যা।

Advertisment

অধিনায়ক বিরাট কোহলির ভাল পারফরম্যান্স সত্ত্বেও, চলতি আইপিএল-এ ঘরের মাঠেও জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স।

Read the full story in English

Virat Kohli