Advertisment

বোতলের ভিতরে রয়েছে জ্যান্ত সাপ, জাপানের 'স্নেক হুইস্কির' ভিডিও দেখলে চমকে যাবেন!

বোতলের ভিতরে রয়েছে একটি বিষাক্ত সাপ।

author-image
IE Bangla Web Desk
New Update
venomous snake, Snake Whiskey, real snake inside whiskey bottle, Habushu, Japan Snake Whiskey, Japan, viral news, trending news, bizarre news, world news, japan news" /> (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)})(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');

বোতলের ভিতরে রয়েছে একটি বিষাক্ত সাপ।

হুইস্কির বোতলের ভিতরে রয়েছে জ্যান্ত সাপ, জাপানের 'স্নেক হুইস্কির' ভিডিও দেখলে চমকে যাবেন। ইনস্টাগ্রামে ভাইরাল একটি ভিডিওতে, এক ব্যক্তিকে এই স্নেক হুইস্কির বোতলটি দেখাতে দেখা যায়। বোতলের ভিতরে রয়েছে একটি বিষাক্ত সাপ।

Advertisment

পৃথিবীতে এমন অনেক দেশ আছে যারা এমন প্রাণী খায় যা আমরা ভাবতেও পারি না। কেঁচো থেকে শুরু করে সাপ এই সব দেশের মানুষের খাদ্য তালিকায় স্থান পায়। জাপানে তৈরি স্নেক হুইস্কি বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিওতে, দেখা যাচ্ছে হুইস্কির বোতলের ভিতরে রয়েছে একটি বিষাক্ত সাপ।

'ট্রাভেল' নামের একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে অদ্ভুত এই পানীয়টির ভিডিও। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, 'আপনি কি এই জাপানিজ স্নেক হুইস্কি ট্রাই করবেন?' ভিডিওতে ওই ব্যক্তি হুইস্কির বোতল দেখান এবং সেটি সম্পর্কে তথ্য দিয়েছেন।

মাত্র চার দিনে, ভিডিওটি 5.5 লক্ষ লাইক ও ভিউ পেয়েছে। ভিডিওটিতে মন্তব্য করে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, সবকিছু অন্তত একবার ট্রাই করে দেখা উচিৎ।

viral
Advertisment