Advertisment

কেক নেই, বরফ দিয়েই জন্মদিন পালন হল সিয়াচেনে ভারতীয় সেনা বন্ধুর

কেক দূরস্ত। তাহলে কী করে পালন করা হবে জন্মদিন। বরফকেই বানিয়ে নিল কেক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জন্মদিন পালনের ছবি

সিয়াচেন হাড় হিম কড়া ঠান্ডায় দাঁড়িয়ে দেশকে রক্ষা করছে কয়েক হাজার সেনা। তাদের কুর্ণিশ করাও বোধ হয় কম পড়ে যায়। দিন রাত জগে কঠিন পরিস্থিতিতে দায়িত্ব কর্তব্য পালন করে চলেছে তাঁরা। সাদা চাদরে ঢাকা পাহাড়েই কাটছে একের পর এক বসন্ত। বিবাহবার্ষিকী জন্মদিনের মতও বিশেষ দিন গুলি গুরুত্ব হারিয়েছে তাদের জীবন থেকে। কিন্তু কিছু ক্ষীণ আশা ইচ্ছা যে তাদের দেশরক্ষার পিছনে আজও বর্তমান, তা স্পষ্ট সদ্য ভাইরাল হওয়া ভিডিওতে।

Advertisment

কেক দূরস্ত। তাহলে কী করে পালন করা হবে জন্মদিন। বরফকেই বানিয়ে নিল কেক। তাই মজা করে কাটল ভারতীয়
সেনাবাহিনী।

Advertisment

v

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral news viral
Advertisment