New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/viral-8.jpg)
কাঁধে করে নিয়ে উঁচু জায়গায় ওঠার সময় সাপের ভারে পড়ে যান ব্যক্তি। তখনই পাইথন জড়িয়ে ধরে বৃদ্ধকে। তারপর...
কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় তাতে দেখা যায়, এক পাইথন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে এক বৃদ্ধের গলা। শ্বাসরোধ করে দেয় তাঁর। অতিকষ্টে উপস্থিত আর দুই শ্রমিকের চেষ্টায় তাঁকে প্রাণে বাঁচানো যায়। এরপর সেই ঘটনার আরেকটি দীর্ঘতর ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, কীভাবে ওই সাপের খপ্পরে পড়েন ওই বৃদ্ধ।
জঙ্গল পরিষ্কার করার সময় ওই পাইথন সাপটিকে উদ্ধার করেন বৃদ্ধ শ্রমিক। কাঁধে করে নিয়ে উঁচু জায়গায় ওঠার সময় সাপের ভারে পড়ে যান ওই ব্যক্তি। তখনই পাইথন জড়িয়ে ধরে বৃদ্ধকে। তারপর তড়িঘড়ি তাকে বস্তায় ঢুকিয়ে নেয়। এই ভিডিওটি পুরোনো ভিডিওর থেকেও ভয়ঙ্কর।
আরও পড়ুন: ১২ ফুটের কেউটে, উদ্ধারে হিমশিম অবস্থা বিশেষজ্ঞদের
Read the full story in English