নিজেই নিজেকে বিয়ে করে তোলপাড় ফেলেছিলেন, এবার বিবাহবার্ষিকী সেলিব্রেশনেও সাক্ষী সোশ্যাল মিডিয়া

প্রথম বিবাহবার্ষিকী উদযাপনের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন ক্ষমা বিন্দু

প্রথম বিবাহবার্ষিকী উদযাপনের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন ক্ষমা বিন্দু

author-image
IE Bangla Web Desk
New Update
"kshama bindu, gujarat, sologamy, india, marriage, trending, trending stories, instagram

নিজেই নিজেকে বিয়ে করে তোলপাড় ফেলেছিলেন গুজরাটের এক তরুণী। এবার প্রথম বিবাহবার্ষিকী উদযাপনের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন ক্ষমা বিন্দু৷ তরুণীর এমন কাণ্ড অবাক করেছিল সকলকে। ক্ষমা সমাজবিজ্ঞানে স্নাতক। বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে সিনিয়র রিক্রুটমেন্ট অফিসার হিসেবে কর্মরত।

Advertisment

গত বছর আজকের দিনে সকলকে অবাক করে নিজের সিঁথিতে নিজেই সিঁদুর পরিয়ে দেন এই তরুণী। তারপর সোশ্যাল মিডিয়ায় ক্ষমার কাহিনী তোলপাড় ফেলে। বিয়ের সব আচার অনুষ্ঠান পালন করে পাত্রী সাত পাক ঘুরে সিঁদুর পরেছিলেন ক্ষমা। শুধু বিয়ের আসরে কোনও পাত্র ছিল না, ছিল না পাত্রপক্ষ, বরযাত্রী, ফারাক এটুকুই। গুজরা্ট কেন, গোটা ভারতই এমন বিয়ের সাক্ষী থাকেনি আগে কখনও।

Advertisment

নিজের বিয়ের প্রসঙ্গে ক্ষমার সাফ যুক্তি ছিল, ‘আমরা যদি নিজেকে সব থেকে বেশি ভালবাসতে পারি তাহলে কেন নিজেকে বিয়ে করতে পারব না’। দেখতে দেখতে পারিয়ে গিয়েছে একটা বছর। বিয়ের মতই নিজের জীবনের প্রথম বিবাহ বার্ষিকী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। এর জন্য ইন্সটাগ্রামে নিজের একটি ভিডিও আপলোড করেছেন তিনি। জীবনকে পুরোপুরি উপভোগ করার সঙ্গে সঙ্গে Sologamy বা autogamy-এর পক্ষে করেছেন জোরালো সওয়ালও। ভিডিও শেয়ার করে ক্যাপশনে ক্ষমা লিখেছেন, “শুভ প্রথম বার্ষিকী,"

viral