Advertisment

'আমি মুসলিম,আমার স্ত্রী হিন্দু, আমার ছেলে মেয়ে হিন্দুস্তানি', ভাইরাল শাহরুখ খানের ভিডিও

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন তারকার তাদের নিজেদের মত ব্যক্ত করেছেন তখন চুপ ছিলেন বলিউড বাদশা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন তারকার তাদের নিজেদের মত ব্যক্ত করেছেন তখন চুপ ছিলেন বলিউড বাদশা। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর পুলিশি আক্রমণের পর নিন্দায় সরব হয়েছিল অভিনেতা অভিনেত্রীরা কিন্তু নিজের কোনো মতামত প্রকাশ করেননি শাহরুখ খান। কিন্তু তাঁর এই মৌনতার কারণ জানতে প্রশ্ন তুলেছিল নেটিজেনরা। "শেম অন বলিউড" হ্যাশট্যাগে বিদ্ধ করা হয়েছিল তাঁকে। জামিয়া মিলিয়ার প্রাক্তনী হয়েও মুখ খোলেননি তিনি। তবে ডান্সপ্লাস ফাইভের মঞ্চে এসে সাম্প্রদায়িকের বার্তা দিলেন তিনি।

Advertisment

শনিবার রাতে সম্প্রচারিত হয়েছে ডান্সপ্লাসফাইভের একটি এপিসোড। যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। সেই মঞ্চে তিনি বলেন, "আমরা বাড়িতে ধর্ম নিয়ে কোনো আলোচনা করিনা। আমার স্ত্রী হিন্দু, আমি মুসলমান, আর আমার সন্তান হিন্দুস্তান। কিছু সময় ওরা সখন স্কুলে গিয়েছিল, তখন ফর্ম ফিলআপের জন্য ধর্ম কী সেটি জানাতে হয়। আমার মেয়ে জানতে চেয়েছিল যে বাবা আমাদের ধর্ম কী? আমি বলেছিলাম আমরা ভারতীয়, কোনো ধর্ম নেই" ।

প্রজাতন্ত্র দিবসের দিন শাহরুখ খানের এই ভিডিও সোশাল মিডিয়ায় আসার হুহু করে ভাইরাল হতে শুরু করে। নেটিজেনদের মন কেড়েছে কিং খান।

viral news Republic Day 2020 viral
Advertisment