New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-242.jpg)
খাবারে পরিবেশন করা হল ভয়ঙ্কর প্রাণীর পা।
রেস্তোরাঁর অদ্ভুত খাবার, খাবারে পরিবেশন করা হল ভয়ঙ্কর প্রাণীর পা। সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও দেখে বিস্মিত সকলেই। আর এই দৃশ্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে তাইওয়ানের এক রেস্তোরাঁয় পরিবেশন করা হয়েছে এমনই এক অদ্ভুত খাবার। সেদেশের এক নিজিউ পোর্টালের খবর অনুসারে জানা গিয়েছে কুমিরের সামনের পা দিয়েই তৈরি করা হয় এই রেসিপি।
সোশ্যাল মিডিয়ার যুগে, কোনও অদ্ভুত বিষয় মুহূর্তেই ইন্টারনেটে ভাইরাল হয়। তেমনই এবার ভাইরাল এক রেস্তোরাঁর অদ্ভুত খাবার। খাবারে পরিবেশন করা হল ভয়ঙ্কর প্রাণীর পা। এমন ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়। তাইওয়ানের একটি রেস্তোরাঁর তৈরি এমনই এক অদ্ভুত খাবার সম্প্রতি জনপ্রিয়তায় শীর্ষে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল এই ক্লিপটিতে, এক তরুণীকে এই অদ্ভুত খাবারটি খেতে দেখা যায় এবং লোকেদের এর স্বাদ সম্পর্কে তিনি বলছেন যে খাবারটি কতটা সুস্বাদু! ভিডিওতে, মহিলা দাবি করেছেন শুয়োরের মাংসের মত সুস্বাদু এই মেনু। এই প্রথমবার নয় এর আগেও এমন হরেক মেনু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে রেস্তোরাঁটির নাম রামেন বয় নুডল’স বার।