New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-78.jpg)
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে রেস্তোরাঁটিতে মেঝেতে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার মাছ।
ভাইরাল হওয়া ভিডিওতে মাছগুলিকে অ্যাকোয়ারিয়ামে নয় মেঝেতে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে রেস্তোরাঁটিতে মেঝেতে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার মাছ।
রেস্তরাঁয় মেঝেতে কিলবিল করছে মাছ। তার মধ্যেই জিভে জল আনা খাবার খাওয়ার অনন্য অভিজ্ঞতা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনন্য এই থিম মন ছুঁয়ে গিয়েছে লাখো মানুষের।
ভাইরাল হওয়া ভিডিওতে মাছগুলিকে অ্যাকোয়ারিয়ামে নয় মেঝেতে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। চোখে না দেখে সম্ভবত আপনি এটি বিশ্বাস করতেন না। কিন্তু বাস্তবে যা ঘটেছে তা দেখে সকলেই তো বেশ অবাক।
রেস্তোরাঁয় খাওয়ার একটা আলাদাই অনুভূতি। যখনই আমাদের জিভে জল আনা মন পসন্দ খাবার খেতে ইচ্ছা হয় আমরা আমাদের চারপাশে থাকা ভালো রেস্তোরাঁর খোঁজ করি। আজকের আধুনিক যুগে কেবল খাওয়া-দাওয়াই নয় অন্দরসজ্জাও মানুষকে আকৃষ্ট করে। সেকথা মাথায় রেখেই হোটেল-রেস্তোরাঁগুলি ঝাঁ চকচকে আধুনিক অন্দর সজ্জা তুলে ধরার চেষ্টা করে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে রেস্তোরাঁটিতে মেঝেতে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার মাছ। অনন্য এই থিম মানুষজনকে আকৃষ্ট করেছে এবং তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভাইরাল হওয়া ভিডিওতে মাছগুলোকে অ্যাকোয়ারিয়ামে নয় মেঝেতে ভাসতে দেখা যাচ্ছে। (@gunsnrosesgirl3) নামের আইডি থেকে ভিডিওটি পোস্ট করার সময়, ক্যাপশানে লেখা হয়েছে থাইল্যান্ডের একটি ক্যাফে। যেখানে জীবন্ত মাছকে মাটিতে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। ১৮ সেকেন্ডের ভিডিও ক্লিপে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে পুরো রেস্টুরেন্টের ভেতরের মেঝে জলে ভর্তি। সেখানেই ঘুরে বেড়াচ্ছে অজস্র মাছ।
Sweet Fishs Café In Thailand where the floor is filled with water and fish swim amongst the customers pic.twitter.com/lNtOY0kxRd
— Science girl (@gunsnrosesgirl3) November 5, 2023
ভিডিওটি 17 মিলিয়নেরও বেশি ভিউয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি সামনে আসতেই নানান প্রতিক্রিয়া জানাচ্ছেন মানুষজন।