New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/09/cats-216.jpg)
মিড ডে মিলের পাতে ভাত ও নুন! প্রতীকী ছবি
ঘটনার কথা জানাজানি হতেই জেলা শাসক নীতীশ কুমার অবিলম্বে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষিকাকে বরখাস্ত করেন।
মিড ডে মিলের পাতে ভাত ও নুন! প্রতীকী ছবি
মিড ডে মিলের পাতে ভাত ও নুন! অযোধ্যায় মিড-ডে মিলে শিশুদের দেওয়া ভাত ও নুনের ভিডিও সামনে এসেছে। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে গুঞ্জন। জেলার একটি প্রাইমারি স্কুলে মিড-ডে মিলের খাবারে বাচ্চাদের সাধারণ ভাত ও নুন দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি অযোধ্যা জেলার চৌরেবাজার এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়।
ভাইরাল ভিডিওতে, শিশুদের মঙ্গলবার দুপুরের খাবারের জন্য সাধারণ ভাত এবং নুন খেতে দেওয়া হয়েছে। বিষয়টি অযোধ্যার ডিএম নীতীশ কুমারের নজরে এলে তিনি ওই স্কুলের অধ্যক্ষকে সাসপেন্ড করার নির্দেশ দেন। পাশাপাশি গ্রামপ্রধানকে একটি নোটিশও দেন। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে গ্রামের কাছাকাছি স্কুল হওয়ায় অনেক শিশুই দুপুরে খাবার নিয়ে বাড়ি যায় এবং কিছু সময় পরে আবার স্কুলে ফিরে আসে। শিশুরা স্কুলে নুন ভাতের কথা বাড়িতে বাবা-মাকে জানায়। এরপর অনেক শিশুর অভিভাবক বিদ্যালয়ে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন। ভাইরাল ভিডিওতে কয়েকজনকে এই ইস্যুতে বিক্ষোভ করতেও দেখা যায়।
আরও পড়ুন: < আজ ‘বিশ্ব হার্ট দিবস’! সুস্থ থাকুক আপনার হৃদয়, মেনে চলুন সহজ কয়েকটি বিষয় >
School kids are eating school meal, boiled rice and salt in Ayodhya, India. In that town, Hindu right wing is building a huge temple spending 18 billion rupees after demolishing a mosque. pic.twitter.com/ZyfY9jnp73
— Ashok Swain (@ashoswai) September 28, 2022
ঘটনার কথা জানাজানি হতেই জেলা শাসক নীতীশ কুমার অবিলম্বে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষিকা একতা যাদবকে বরখাস্ত করার পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত এবং একই সঙ্গে স্কুলে স্কুলে সারপ্রাইজ ভিজিটের কথাও জানান। অযোধ্যার ডিএম নীতীশ কুমার ঘটনা প্রসঙ্গে জানান, 'বিষয়টি আমার নজরে এসেছে। এরপরই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অবিলম্বে প্রধান শিক্ষিকাকে সাসপেনশনের নির্দেশ দিয়েছি। প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং প্রধানের বিরুদ্ধে নোটিশ পাঠানো হবে। তদন্তে দোষী প্রমাণ হলে কাউকেই রেয়াত করা হবে না'।