Advertisment

রিকশা চালকের সংস্থায় কাজ করছেন আইআইটি-আইআইএম কৃতিরা, কোন জাদুতে লক্ষ্যপূরণ?  

লক্ষ্য ভবিষ্যতে সংস্থাকে ১০০ কোটিতে নিয়ে যাওয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
Start-up news, Start-ups India, Inspiring story, Rickshaw-puller start-up, dilkhush kumar, bihar, bangaon, rickshaw driver, vegetable vendor, rodbez, taxi service, bihar, vegetable vendor, inspiring story", "url":"https://www.indiatoday.in/trending-news/story/rickshaw-puller-creates-start-up-hires-iit-iim-grads-2356056-2023-04-05",

রিকশা চালক থেকে কোটি টাকার কোম্পানির মালিক।

রিকশা চালক থেকে কোটি টাকার কোম্পানির মালিক। দ্বাদশ পাস যুবকের শোরগোল ফেলে দেওয়া কাণ্ড। সামান্য রিকশাওয়ালা থেকে কোটি টাকার সংস্থার মালিক। বিহারের দিলখুশ কুমার যে কোন রূপকথায় গল্পকেও যেন হার মানাবে। তিনি বর্তমানে 'রোডবেস' নামের এক সংস্থার মালিক। এই সংস্থা বিহার জুড়ে ট্যাক্সি সার্ভিস প্রদান করে।

Advertisment

বিহারের সহরসা জেলার দিলখুশ কুমার আগে রিকশাচালকের কাজ করতেন আবার কখনও সবজিও বিক্রি করতেন। তিনি একটি সেকেন্ড-হ্যান্ড গাড়ি নিয়ে একটি স্টার্ট-আপ প্রতিষ্ঠা করেন এবং একাগ্রতা ও নিষ্ঠার জেরে তার সংস্থার টার্নওভার এখন এখন কোটি কোটি টাকা। তিনি তার সংস্থায় আইআইএম স্নাতকদেরও নিয়োগ করেছেন।  দেশে স্টার্টআপ সংস্কৃতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অনেকেই আছেন যারা স্টার্টআপ গড়ার লক্ষ্যে নিজেদের চাকরি ছেড়ে দিচ্ছেন। তবে সম্প্রতি যে গল্পটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা পড়ে ভিরমি খাবেন যে কেউই। রিকশা চালক থেকে রাতারাতি কোটি টাকা কোম্পানির মালিক হয়ে ওঠার গল্প চমকে দেবে সকলকে।

দিলখুশ কুমার যখন ‘রোডবেস’ সংস্থা চালু করেন, তখন তার কাছে ছিল একটি সেকেন্ড হ্যান্ড ন্যানো গাড়ি। মাত্র ৬ থেকে ৭ মাসের মধ্যে, তার স্টার্টআপটি ৪ কোটি টাকার কোম্পানিতে পরিণত হয়েছে। এই সময়ের মধ্যে ১ লাখ ২৫ হাজার যাত্রীকে পরিসেবা প্রদান করেছেন এই সংস্থা।  এখন তার লক্ষ্য ভবিষ্যতে সংস্থাকে ১০০ কোটিতে নিয়ে যাওয়া। দিলখুশ কুমারের স্টার্টআপের সাফল্য অনুমান করা যায় সহজেই। তিনি আইআইটি-আইআইএম-এর মতো প্রতিষ্ঠানের ছাত্রদের চাকরি দিচ্ছেন তার সংস্থায়।

বিশেষ বিষয় হল যেখানে ওলা এবং উবার আউট স্টেশনে যাওয়ার জন্য গ্রাহকের কাছ থেকে উভয় দিকের ভাড়া নেয়। যেখানে, রোডবেস শুধুমাত্র এক পিঠের ভাড়া চার্জ করে গ্রাহককে। দিলখুশের এই স্টার্টআপের সবচেয়ে বড় সুবিধা যেমন গ্রাহকদের দেওয়া হচ্ছে, তেমনি সুবিধা পাচ্ছেন ট্যাক্সি মালিকরাপ। কারণ এখানে যাত্রীদের যেমন উভয় দিকের ভাড়া দিতে হবে না। একই সঙ্গে ট্যাক্সি চালকরাও খালি হাতে ফেরেন না।

Viral Video
Advertisment