Advertisment

ঘুরল ভাগ্যের চাকা! ৫০০-এর টিকিটেই আড়াই কোটি জিতে আনন্দে আত্মহারা রিকশাচালক

গরীব রিকশাচালকের গল্প আপনাকে চমকে দিতে বাধ্য

author-image
IE Bangla Web Desk
New Update
gurdev singh, gurdev singh lottery, moga, punjab, moga gurdev singh, moga lottery, moga viral news, lottery news, lottery, rickshaw, rickshaw puller,

কখন কার ভাগ্যের চাকা ঘুরবে তা কেউ’ই জানে না। আমাদের শুধু আমাদের কাজ চালিয়ে যেতে হবে। ‘ঈশ্বরের’ কৃপালাভের অপেক্ষায় জীবনে সততা বজায় রেখে পরিশ্রম চালিয়ে যেতে হবে। এমনই এক রিকশা চালকের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যিনি সারাটা জীবন সংসারের হাল ধরতে রোদ-ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে সামানয় কটা টাকার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন। পাঞ্জাবের মোগা জেলার সেই রিকশা চালকের জীবন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বদলে গেল।  

Advertisment

মোগা জেলার এক দরিদ্র রিকশাচালক গুরদেব সিং-এর গল্প আপনাকে চমকে দিতে বাধ্য। গুরদেব সিং বৈশাখের বাম্পার লটারিতে জিতেছেন আড়াই কোটি টাকা।  দিন কয়েক আগেই ৫০০ টাকার লটারির টিকিট কিনেছিলেন তিনি। এত বিশাল পরিমাণ টাকা এখন তার জীবন পুরোপুরি বদলে দিতে চলেছে।

এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, গত ৪০ বছর ধরে ভাঙা রাস্তা মেরামতের কাজ করছেন তিনি। রাস্তার কোথাও গর্ত দেখা গেলে তা তিনি নিজেই দ্রুত ভরাট করেছেন। দুর্ঘটনা এড়াতেই তার এই উদ্যোগ বলেও জানিয়েছেন তিনি। তার ৪ ছেলে ও এক মেয়ে । সকলেই বিবাহিত। তিনি জানান, এই টাকা দিয়ে তিনি তার সন্তানদের জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করবেন।

viral
Advertisment