New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/viral-snake.jpg)
তাদের মতে এটাই জীবন চক্র। তবে হরিণের প্রাণ বাঁচানোর জন্য অনেকে তার প্রশংসা করেছে।
হরিণকে শ্বাসরোধ করে মেরে, তাঁকে গিলে খাওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল অজগরটি। কিন্তু সেখানে বাঁধা হয়ে দাঁড়াল এক মানুষ। সম্প্রতি এই ভিডিও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে আসা মাত্রই ভাইরাল হয়ে পড়ে। কিন্তু এর সঙ্গে এক বিতর্ক শুরু হয় নেট নাগরিকদের মধ্যে। যার জেরে ভিডিওটি হু হু করে ভাইরাল হচ্ছে।
অনেকেই ব্যাক্তি হস্তক্ষেপকে ভুল বলে মনে করছে। কারণ তাদের মতে এটাই জীবন চক্র। তবে হরিণের প্রাণ বাঁচানোর জন্য অনেকে তার প্রশংসা করেছে।
২৪-সেকেন্ডের ভিডিও ক্লিপটি, এক মিলিয়নেরও বেশি ভিউ সহ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝে শুঁয়ে আছে হরিণটি, তাঁকে আষ্টেপিষ্টে চেপে ধরেছে অজগর সাপটি। সেকেন্ড পরে, এক ব্যক্তি চার পায়ের প্রাণীকে সাপের খপ্পড় থেকে বাঁচাতে একটি গাছের ডাল ব্যবহার করে সাপটিকে আঘাত করে। এরপর সাপটি তেড়ে যায় লোকটির দিকে, এবং ছেড়ে দেয়। হরিণ দৌড়ে পালিয়ে যায়। টুইট বার্তায় বলা হয়েছে, ঘটনাটি থাইল্যান্ডের খাও খে ওপেন চিড়িয়াখানায় ঘটেছে।
เหตุเกิดเมื่อวานนี้ ณ สวนสัตว์เปิดเขาเขียว pic.twitter.com/btHDDlDkXh
— Visit Arsaithamkul (@papakrab) May 30, 2020
Read the full story in English