প্রদীপ জ্বালিয়ে দিওয়ালির 'গ্র্যাণ্ড সেলিব্রেশন', আনন্দে মাতলেন ঋষি সুনাক

১০ ডাউনিং স্ট্রিটে দিওয়ালির ঠিক আগে অতিথিদের আমন্ত্রণ জানিয়ে দিওয়ালির উৎসবে মেতে উঠেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১০ ডাউনিং স্ট্রিটে দিওয়ালির ঠিক আগে অতিথিদের আমন্ত্রণ জানিয়ে দিওয়ালির উৎসবে মেতে উঠেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

author-image
IE Bangla Web Desk
New Update
UK Prime Minister, Rishi Sunak, Diwali Celebration, Downing Street, Hindu Community",

১০ ডাউনিং স্ট্রিটে দিওয়ালির ঠিক আগে অতিথিদের আমন্ত্রণ জানিয়ে দিওয়ালির উৎসবে মেতে উঠেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটেনে দিওয়ালি উদযাপন। প্রদীপ জ্বালিয়ে দিওয়ালির অনুষ্ঠানের শুভ সূচনা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। অতিথিদের স্বাগত জানালেন স্ত্রী অক্ষতা মূর্তি ৷ এমনই ছবি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল।

Advertisment

দিওয়ালি উপলক্ষ্যে আনন্দে মাতলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং স্ত্রী অক্ষতা মূর্তি। ১০ ডাউনিং স্ট্রিটে দিওয়ালির ঠিক আগে অতিথিদের আমন্ত্রণ জানিয়ে দিওয়ালির উৎসবে মেতে উঠেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। দিওয়ালি উপলক্ষ্যে প্রদীপ জ্বালিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী হিন্দু সম্প্রদায়কে দিওয়ালির শুভেচ্ছা জানান সুনাক।

সারা দেশেই যেন উৎসবের আমেজ। দিওয়ালির আনন্দে সামিল আপামোর ভারতীয়। উৎসবের মাত্র কয়েকঘন্টা আগে কয়েকদিন অতিথিদের আমন্ত্রণ জানিয়ে দিওয়ালি সেলিব্রেশনে মাতলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক।

তিনি এই সংক্রান্ত বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, অন্ধকারে আলোর বিজয় উদযাপন। সপ্তাহান্তে ব্রিটেন এবং সারা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের সকলকে আসন্ন দিওয়ালির শুভেচ্ছা!

Advertisment

ছবিতে দেখা যাচ্ছে ১০ ডাউনিং স্ট্রিট আলোয় আলোকিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে দীপাবলি উদযাপন করলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, তার স্ত্রী অক্ষতা মূর্তি সহ, তার সরকারি বাসভবনে একটি গ্র্যান্ড দীপাবলির আয়োজন করা হয়েছে। এই সময় ঋষি ভারতীয় ঐতিহ্য মেনে প্রদীপ জালান তিনি। ঋষির বাসভবনে এই দীপাবলি উদযাপনের সময় বিপুল সংখ্যক হিন্দু পরিবারও উপস্থিত ছিলেন।

দিওয়ালি হিন্দুদের অন্যতম বড় উৎসব। প্রদীপ ও আলোর উৎসবে শামিল হতে দেশজুড়ে চলছে তুমুল প্রস্তুতি। এমন পরিস্থিতিতে এবার দীপাবলি উদযাপন করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং তার স্ত্রী অক্ষতা মূর্তি প্রদীপ জ্বালানোর ছবি শেয়ার করেছেন।

ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী ঋষি এবং তাঁর স্ত্রী অক্ষতাকে প্রদীপ জ্বালাচ্ছেন। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষি সুনাকের সঙ্গে ফোনালাপে মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। চলমান ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ধারালো পারফরম্যান্সের জন্য প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন সুনক।

viral