New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-148.jpg)
মন্দিরের মেঝেতে বসে ভজনে সামিল ঋষি সুনাক, ভিডিওতেই লাখো মানুষের মন জয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর
মন্দিরের মেঝেতে বসে ভজনে সামিল ঋষি সুনাক, ভিডিওতেই লাখো মানুষের মন জয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার নতুন ভিডিও দিয়ে মানুষের মন জয় করছেন। সম্প্রতি দিওয়ালি উপলক্ষে নিজের শহর সাউদাম্পটনে পৌঁছেছিলেন সুনাক। তার এই ভিডিওটি সেই সময়ের। এখানে তাকে পরিবারের সঙ্গে ভজন ও কীর্তন উপভোগ করতে দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি দাবানলের মত ছড়িয়ে পড়েছে সেটি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নিজ শহর সাউদাম্পটনের। তিনি তার স্ত্রী অক্ষতা মূর্তি এবং দুই মেয়ে কৃষ্ণা ও আনুশকার সঙ্গে দীপাবলি উদযাপন করতে এখানে এসেছিলেন।
এদিকে, অনলাইনে প্রচারিত একটি ভিডিওতে, সুনাক পরিবারকে মন্দিরে আড়াআড়িভাবে বসে ভজন গাইতে দেখা যাচ্ছে। সুনক এবং তার পরিবারকে 'রঘুপতি রাঘব রাজারাম' গান গাইতে শোনা যায়। তাঁর সঙ্গে তাঁর বাবা যশবীর ও মা ঊষাও উপস্থিত ছিলেন।
.
Diwali night Bhajan by PM Rishi Sunak & family at Southampton Mandir .
गर्व से कहो हम हिंदू है। pic.twitter.com/2Zx6oVpHQQ— Minni Razdan (@mini_razdan10) November 14, 2023