Advertisment

Trending Video: জীবন বাজি রেখে গঙ্গায় ঝাঁপ, কলকাতা পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচল এক মহিলা

জানা গিয়েছে সল্টলেক অঞ্চলে গৃহপরিচারিকার কাজ করেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
River Traffic Police saved womans lif

জীবন বাজি রেখে গঙ্গায় ঝাঁপ। কলকাতা পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচল এক মহিলা

Trending Video: জীবন বাজি রেখে গঙ্গায় ঝাঁপ। কলকাতা পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচল এক মহিলা। ঘড়ির কাঁটায় তখন সকাল এগারোটা। রিভার ট্র্যাফিক পুলিশ-এর কাছে নর্থ পোর্ট থানা থেকে খবর আসে, বাবুঘাটের কাছে নদীর জলে দক্ষিণ মুখে ভেসে চলেছেন এক মহিলা।

Advertisment

খবর পেয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে স্পিডবোটে ঘটনাস্থলে পৌঁছন আরটিপি ইনস্পেকটর ইন্দ্রনারায়ণ চৌধুরী, সঙ্গে ছিলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক আধিকারিক পবিত্র সরকার ও সিভিক ভলেন্টিয়ার সুজন ব্যানার্জি। দ্রুত বাড়তে থাকা জোয়ারের জলে (bore tide) জীবনের ঝুঁকি নিয়েই ঝাঁপ দেন একজন ডিএমজি ও একজন আরটিপি কর্মী।

< Alipore Zoo: অস্ত্রপচার শেষ মৃত্যুর কোলে ঢলে পড়ল জলহস্তি, মর্মান্তিক ঘটনার সাক্ষী আলিপুর চিড়িখানা >

উদ্ধার করা হয় ওই মহিলাকে। কিছুটা ধাতস্থ হয়ে নিজের নাম ঠিকানা পুলিশকে জানান ওই মহিলা। জানা গিয়েছে সল্টলেক অঞ্চলে গৃহপরিচারিকার কাজ করেন তিনি, বছর কয়েক আগে স্বামীর মৃত্যুর পর থেকে বাড়তে থাকা নিঃসঙ্গতা ও শারীরিক সমস্যার কারণে নিজের জীবন শেষ করে দিতে নদীতে ঝাঁপ দেন তিনি

kolkata police viral Trending News
Advertisment