Advertisment

হুবহু বাবার মতো পাইথনের কামড়ে রক্তাক্ত ক্রোকোডাইল হান্টারের ছেলে

একইভাবে স্টিভও পাইথনের কামড় খেয়ে ছিল, ভাইরাল ভিডিও

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের সেরা বাছাই করা ভাইরাল: জোরকদমে যৌন মিলন মাঠের মধ্যে, রক্তাক্ত ক্রোকোডাইল হান্টারের ছেলে,

‘দ্যা ক্রোকোডাইল হান্টার’ স্টিভ আরউইনকে কে না চিনত। বনে জঙ্গলে ঘুরে সাপ-কুমিরের সঙ্গে তাঁর যে সখ্যতা ছিল তা জনপ্রিয় হয়ে উঠেছিল। নব্বই দশকের প্রজন্ম ডিসকোভারি চ্যানেলে ‘দ্যা ক্রোকোডাইল হান্টারের এপিসোড মিস করত না। সেই পথে এখন তাঁর ছেলে। সম্প্রতি ক্যামেরার সামনে বাবার মতোই পাইথনের কামড়ে রক্তাক্ত হল রবার্ট আরউইন। ১৬ বছরের এই কিশোরের মধ্যে বাবার মতো সাহস দেখে অনেকেই বাহবা দিয়েছে। কিন্তু অনেকে আঁতকে উঠেছে। পাইথনের আক্রমনের ভিডিও বর্তামানে ভাইরাল নেটপাড়ায়।

Advertisment

‘ক্রিকি! ইটস দ্যা আরউইনস’ নামে একটি সিরিজ করছে সে। সেখানেই একটি কার্পেট পাইথন উদ্ধার করে জঙ্গলে ছেড়ে আসার সময় ঘটে দুর্ঘটনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাগ থেকে সাপটি বের করে রবার্ট। তারপর সেটিকে হাতে নিয়ে তার সম্পর্কে কিছু কথা বলতেই, সাপটি তার মুখে আক্রমণ করে। বেরিয়ে আসে রক্ত। প্রসঙ্গত, পাইথন বিষাক্ত না। শুধুই রক্ত বের হয়।

একইভাবে স্টিভও পাইথনের কামড় খেয়ে ছিল

Read the full story in English

viral viral news
Advertisment