ব্যস্ত কলকাতাকে আজও চমকে দেয় হাতে-টানা রিকশা! হাতে টানা রিকশা যেন আজও কলকাতার ঐতিহ্যকে সঙ্গে নিয়ে চলেছে। হাতে টানা রিকশার সঙ্গে মিলে মিশে এক হয়ে গেছে কত না ইতিহাস! বাঙালির কাছে হাতে টানা রিকশা যেন আজও এক আবেগ। কমবেশি সকলেই কলকাতার হাতে টানা রিকশা চড়েছেন। কিন্তু ভেবে দেখেছেন হাতে টানার বদলে যদি রিকশাকে রোবট টেনে নিয়ে যায়!
অবাক হলেন? আরে না একেবারেই অবাক হবে না। আজকের আধুনিক পৃথিবীতে সবই সম্ভব। আর এমন এক আজব ভিডিও ভাইরালও হয়েছে নেটদুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে হাতের বদলে রোবট টেনে নিয়ে যাচ্ছে রিকশাকে। সম্প্রতি এমনই এক ‘উদ্ভাবন’ তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়। এ রিকশায় মানুষের হাতে টানার বদলে রোবট ফিট করা হয়েছে। রোবটটি সামনের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে রিকশাটিও।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে। এই খবর লেখা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ৩৭ হাজারের বেশি বার দেখা হয়েছে। @OnlyBangersEth নামে একটি প্রোফাইল টুইটারে ভিডিওটি পোস্ট করেছে। এই ভিডিওটি দেখার পরে, ব্যবহারকারীরা বলছেন যে আগামী দিনে সব কিছুই প্রযুক্তিনির্ভর হতে চলেছে। একই সঙ্গে ভিডিওটি দেখার পর এমন ‘উদ্ভাবন’দেখে চমকে উঠেছেন নেটিজেনরা।