New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_0a79ca.jpg)
রোবট কুকুরকে দেখে রেগে কাই আসল কুকুর, কী হল তারপর? ভিডিও আপনাকে হাসাবে!
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা মন কেড়ে নিয়েছে ইউজারদের।
রোবট কুকুরকে দেখে রেগে কাই আসল কুকুর, কী হল তারপর? ভিডিও আপনাকে হাসাবে!
সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই এমন সব ভিডিও সামনে আসে যা মানুষকে হাসতে বাধ্য করে। তেমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে হাসির রোল নেটপাড়ায়। আইআইটি কানপুরের পার্কে একটি রোবট কুকুরকে দেখে আসল কুকুররা কী করল তা দেখে হাসতে শুরু করলেন ইঞ্জিনিয়াররা। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা মন কেড়ে নিয়েছে ইউজারদের। আইআইটি কানপুরের একটি মজার ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। আপনি কি কখনও ভেবে দেখেছেন যে যদি সত্যিকারের কুকুররা রোবট 'কুকুরের' সামনে চলে আসে তবে কী হবে?
ভিডিওতে, একটি রোবট কুকুর আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) ক্যাম্পাসের পার্কে ছিল যখন একটি কুকুর সেখানে আসে, তখন এমন কিছু ঘটে যা দেখে নিজেদের হাসি থামাতে পারেন নি ইঞ্জিনিয়ারা। এই ভিডিওটি @dr.mukesh.bangar ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। এর ক্যাপশনে লেখা হয়েছে রোবট কুকুর বনাম আসল কুকুরের মধ্যে এক একটি মজার ঘটনা । এই খবর লেখা পর্যন্ত এই ইন্সটা রিলটি ৪ লক্ষের বেশি ভিউ এবং ১৫ হাজারেরও বেশি লাইক পেয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে রোবটটি কুকুরটি পার্কে রয়েছে। তখন তাকে দেখে পথকুকুরের দল সেখানে হাজির হয়। কুকুরগুলি বুঝতে চেষ্টা করে জিনিসটা কি। রোবট কুকুরকে দেখে যদিও আসল কুকুরগুলি বেশ ভয় পায়। কিন্তু তা দেখে সেখানে উপস্থিত লোকজন হাসতে থাকে। আমরা আপনাকে বলি যে এই রোবট কুকুরটি মুকস রোবোটিক্স নামে একটি সংস্থা ডিজাইন করেছে।