Advertisment

Viral Video: মানুষ নাকি রোবট? রেস্তোরাঁয় খাবার পরিবেশন শৈলী দেখে বিভ্রান্ত সকলেই, ভিডিও ভাইরাল

এক ঝলক দেখলে তাকে বোবট বলে ভাবতে বাধ্য হবেন সকলে।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video, China Viral Video, Chinese Lady waiter, Waiter serve food in robotic style, viral news, trending news

এক ঝলক দেখলে তাকে বোবট বলে ভাবতে বাধ্য হবেন সকলে।

এক ঝলক দেখলে তাকে বোবট বলে ভাবতে বাধ্য হবেন সকলে। রেস্তোরাঁয় এমনভাবে খাবার পরিবেশন করতে দেখে সেখানে আসা গ্রাহকরা সম্পুর্ণ বিভ্রান্ত। হ্যাঁ রোবটের বেশে এক মহিলা ওয়েটারকে খাবার সার্ভ করতে দেখে সকলেই রীতিমত অবাক। আর সেই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিও ভাইরাল হতেই তা দেখেছেন কয়েকলক্ষ মানুষ।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এক মহিলা ওয়েটারের ভিডিও। ওয়েটারকে রোবোটিক স্টাইলে খাবার পরিবেশন করতে দেখা যায়। ভিডিওটি দেখার পর, আপনি কয়েক মুহূর্তের জন্যও বিভ্রান্ত হয়ে যাবেন।

ভিডিওটি একটি চাইনিজ রেস্তোরাঁর বলে জানা গিয়েছে। ভিডিওটিতে একটি মহিলা ওয়েটারকে দেখা যাচ্ছে রোবটের মতো পোশাক পরে রোবোটিক স্টাইলে খাবার পরিবেশন করছেন। এমনকী রোবোটের মতো বিশেষ মেক-আপও করেছেন তিনি। ভিডিওতে আরও একটি অংশ যোগ করা হয়েছে যেখানে মেয়েটি সাধারণ পোশাক পরে থাকলেও এই সময়ে সে একটি রোবটের মতো কাজ করছে। ভিডিওটি দেখার পরে, বাস্তবে সে কী আদৌ মেয়ে নাকি রোবট তা সিদ্ধান্ত নিতে আপনার কিছুটা সময় লাগবে।

এই ভিডিওটি @Gulzar_sahab নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে। ভিডিওটির সঙ্গে ক্যাপশনে তথ্য দেওয়া হয়েছে যে, চিনে এই মেয়েটি একটি রেস্তোরাঁয় রোবোটিক স্টাইলে গ্রাহকদের খাবার পরিবেশন করে। মানুষজন তার এই অভিনব শৈলী দারুণ পছন্দ করেছেন। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১ লাখ ৯১ হাজার মানুষ।

উল্লেখ্য ওই মহিলা রোবটিক শিল্পকে বিশেষ ভাবে আয়ত্ত করেছেন এবং এমনকি তার ভয়েসকে AI এর মতো করতে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, মহিলাটি চংকিং হটপট রেস্টুরেন্টের মালিক এবং একজন পেশাদার নৃত্যশিল্পী।

viral
Advertisment