Advertisment

Robot waiter: গোলা আইসক্রিমের স্টলে পরিবেশনের দায়িত্বে রোবট, দৃশ্য দেখতে উপচে পড়ল ভিড়

স্টলে গোলা আইসক্রিম পরিবেশন করতে দেখা যাচ্ছে একটি রোবটকে

author-image
IE Bangla Web Desk
New Update
"Viral Video, Ahmedabad, robot video, robot serving Ice Gola, Robot in Ahmedabad, Ahmedabad Viral Video, Shocking Video, odd News, Bizarre,

স্টলে গোলা আইসক্রিম পরিবেশন করতে দেখা যাচ্ছে একটি রোবটকে

ব্যবসাকে আরও জনপ্রিয় করে তুলতে সেই সঙ্গে তা আরও মানুষের নজরে আনতে অনেক বড় বড় রেস্তোরাঁ বা ক্যাফে ওয়েটার হিসাবে রোবট বা ড্রোনের মাধ্যমে গ্রাহকের অর্ডার করা সার্ভ করে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে একাধারে যেমন উন্নত হচ্ছে প্রযুক্তি, তেমনই তা আরও বেশি সহজলভ্য হচ্ছে মানুষের কাছে। তারই এক নির্দশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমেদাবাদের রাস্তায় একটি স্টলে গোলা আইসক্রিম পরিবেশন করতে দেখা যাচ্ছে একটি রোবটকে। যা দেখে চমকে উঠেছেন সকলেই।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে একটি রোবটকে গ্রাহকদের গোলা আইসক্রিম পরিবেশন করতে দেখা যাচ্ছে। আসলে, রোবটিকে নিজের স্টলে নিয়ে এসেছেন আহমেদাবাদের এক ব্যক্তি। মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এবং তার স্টল বা ব্যবসাকে অনন্য করে তুলতেই তিনি ওয়েটার হিসেবে রোবটকে নিয়ে এসেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে গ্রাহকের অর্ডার করা খাবার ব্যক্তি রোবটের কাছে হস্তান্তর করছেন এবং তারপরে রোবট সেটি গ্রাহকের কাছে পৌঁছে দেয়। ভিডিওটি বেশ অনন্য। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে এই ভিডিও ।

এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে real_shutterup নামের একটি অ্যাকাউন্টের মাধ্যমে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি ৪১ লাখ মানুষ দেখেছেন এবং ভিডিওটি লাইক করেছেন ১ লাখ ২২ হাজারের বেশি মানুষ।

viral
Advertisment