Advertisment

বাস্তবের ‘রকি অউর রানি’! প্রেমের গল্প হার মানাবে আলিয়া-রনবীরকেও

সকল প্রতিকূলতাকে হারিয়ে প্রেমের যুদ্ধজয়ের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

author-image
IE Bangla Web Desk
New Update
Rocky Aur Rani Kii Prem Kahaani, karan johar, alia bhatt, ranveer singh, punjabi, bengali, love story, cute, viral post

বাস্তবের ‘রকি অউর রানি’! প্রেমের গল্প হার মানাবে আলিয়া-রনবীরকেও

বাঙালি আলিয়া আর পঞ্জাবি রণবীরের প্রেমের গল্প হাজার হাজার দর্শকের মন জিতে নিয়েছে। অন্য রমকম ঘরনার ছবি রকি অউর রানি-র প্রেমের গল্প দুই ভিন্নধারার মানুষের প্রেম নিয়ে। রকি আর রানি শুধু স্বভাবে নয়, পারিবারিক দিক, পড়াশোনা, বুদ্ধি সব দিক দিয়ে একেঅপরের থেকে আলাদা।

Advertisment

'রকি অউর রানি কি প্রেম কাহানি' দর্শকদের মধ্যে দারুণ হিট হয়েছে। এখন সেই সিনেমার পর্দার প্রেম ফুটে উঠেছে বাস্তব জীবনে। আর সেই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। 'রকি এবং রূপালী'-এর বাস্তব জীবনের প্রেমকাহিনী সকলকে চমকে দিয়েছে। দুজনের প্রেমের গল্প যেন সিনেমার পর্দার বাঙালি আলিয়া আর পঞ্জাবি রণবীরের পর্দার প্রেমের কাহিনীকেই বাস্তব জীবনে তুলে ধরে। প্রত্যাশিত ভাবেই তাদের প্রেমের গল্প সাংস্কৃতিক বৈষম্যের কারণে নানান প্রতিবন্ধকতার সম্মুখীন হয়।

ত্রিশ বছর আগের মিষ্টি প্রেমের গল্প @rockyandmayur টুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। পরের বছর তাদের জন্য তাদের ৩০ তম বিবাহ বার্ষিকী। কীভাবে বাঙালি ঘরানার মেয়ে পাঞ্জাবি পরিবারে গিয়ে সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে সংসার করে সেই গল্পই তুলে ধরা হয়েছে পোস্টের মাধ্যমে।

সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হতেই এক ইউজার লিখেছেন, “একটি সুন্দর প্রেমের গল্প এবং অভিনন্দন। অপর এক ইউজার লিখেছে ‘করণ জোহর আপনার গল্প চুরি করেছেন’। রকি এবং রানীর সিনেমার পর্দায় যেমন সম্পর্কে সুখী সমাপ্তি হয়। ঠিক একই ভাবে এই দম্পতিও সকল প্রতিকূলতাকে হারিয়ে প্রেমের যুদ্ধে জয়ী হয়েছেন।

viral
Advertisment