Advertisment

মনে হবে চাঁদে দাঁড়িয়ে আছেন! 3D ছবি প্রকাশ ইসরোর, দেখুন, চোখ জুড়িয়ে যাবে

খবর লেখা পর্যন্ত ছবিটি দেখেছেন ১১ লাখ মানুষ ছবিটি লাইক করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Chandrayaan-3, Chandrayaan-3 images, Chandrayaan-3 3D picture, Vikram 3D picture, Moon Mission, Vikram lander, Pragyan rover, Chandrayaan-3 pictures, Chandrayaan-3 video, Pragyan video, Science news, India Today Science"

খবর লেখা পর্যন্ত ছবিটি দেখেছেন ১১ লাখ মানুষ ছবিটি লাইক করেছেন।

ইসরো চাঁদের 3D ছবি প্রকাশ করেছে, আকর্ষণীয় ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উন্মাদনার ছবি দেশজুড়ে। ভারতীয় মহাকাশ গবেষণা চাঁদের একটি 3D ছবি প্রকাশ করেছে। এই ছবিটি তোলা হয়েছে প্রজ্ঞান রোভারে লাগানো ক্যামেরা থেকে। ছবিটি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

মঙ্গলবার ইসরো তার টুইটার হ্যান্ডেলে চাঁদের পৃষ্ঠের একটি 3D ছবি শেয়ার করেছে। প্রজ্ঞান রোভারের সাহায্যে 'অ্যানাগ্লিফ' কৌশল ব্যবহার করে ছবিটি তোলা হয়েছে। এই ছবিটি অ্যানাগ্লিফ ন্যাভিক্যাম স্টেরিও ইমেজ ব্যবহার করে তৈরি করা হয়েছে, যার মধ্যে প্রজ্ঞান রোভারের তোলা বাঁ দিক এবং ডান দিন উভয় ছবিই রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ ISRO তার টুইটার হ্যান্ডেলে চাঁদের একটি 3D ছবি শেয়ার করেছে। এই ছবিটি শেয়ার করে ISRO বলেছে যে এই ছবিটি Anaglyph NavCam স্টেরিও ইমেজ ব্যবহার করে তোলা হয়েছে। ISRO ব্যাখ্যা করেছে যে অ্যানাগ্লিফ হল স্টেরিও বা মাল্টি ভিউ ইমেজ থেকে তিনটি মাত্রায় একটি বস্তু বা ভূখণ্ডের একটি সরলীকৃত দৃশ্য।

ISRO আরও জানিয়েছে যে আপনি যদি এই ছবিটি 3D চশমার মাধ্যমে দেখেন তবে এই ছবিটি আরও সুন্দর দেখাবে। এই দৃশ্য দেখলে মনে হবে আপনি চাঁদে দাঁড়িয়ে আছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ ISRO তাদের টুইটার হ্যান্ডেলে এই ছবি শেয়ার করেছে। এ নিয়ে খবর লেখা পর্যন্ত ছবিটি দেখেছেন ১১ লাখ মানুষ ছবিটি লাইক করেছেন। এই দুর্লভ ছবি দেখার পর মানুষ ইসরোর প্রশংসায় পঞ্চমুখ।  একজন ব্যবহারকারী লিখেছেন যে ইসরো ভারতের গর্ব। অন্য ব্যবহারকারী লিখেছেন এই দৃশ্যটি আশ্চর্যজনক।

ISRO
Advertisment