New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cats_de29ef.jpg)
সোশ্যাল মিডিয়ায় ফুচকার দাম থেকে মাথায় হাত সকলের।
সোশ্যাল মিডিয়ায় ফুচকার দাম থেকে মাথায় হাত সকলের।
সোশ্যাল মিডিয়ায় ফুচকার দাম থেকে মাথায় হাত সকলের।
এক প্লেট ফুচকার দাম দাদা-বৌদির বিরিয়ানির থেকেও বেশি। সোশ্যাল মিডিয়ায় ফুচকার দাম থেকে মাথায় হাত সকলের। কোটিপতি ব্যবসায়ীর চোখেও এল জল!
স্ট্রিট ফুড ভারতে বেশ জনপ্রিয়। আর এই তালিকায় সবার উপরে রয়েছে ফুচকা। ফুচকা খেতে ভালবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়াটাই দুষ্কর। এখন শহরের প্রতিটি মোড়ে মোড়ে ফুচকা স্টল দেখাটা খুবই সাধারণ।
এক প্লেট ফুচকার দাম সাধারণ ভাবে ২০ টাকা, ৩০টাকা বা ৪০ টাকা হতে পারে। অনেক ক্ষেত্রে চকোলেট ফুচকার দাম কিছুটা বেশি। সেক্ষেত্রে এক প্লেট ফুচকার দাম ৮০টাকা। কিন্তু, আপনি জেনে অবাক হবেন যে মুম্বইয়ের এক জায়গায় এক প্লেট ফুচকার দাম ৩৩৩টাকা। প্লেটে রয়েছে মাত্র ৮টি ফুচকা। সুগার কসমেটিকসের সহ-প্রতিষ্ঠাতা এবং সিওও কৌশিক মুখার্জি, ফুচকার দাম দেখে চমকে গিয়েছিলেন৷ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্ট শেয়ার করতে গিয়ে তিনি ফুচকার এই দামে বিস্ময় প্রকাশ করেছেন।
Real estate is expensive for food stalls at the CSIA Mumbai airport - but I didn’t know THIS expensive 👀 pic.twitter.com/JRFMw3unLu
— Kaushik Mukherjee (@kaushikmkj) April 29, 2024
কী বললেন সৌরভ মুখোপাধ্যায়
সুগার কসমেটিকসের সহ-প্রতিষ্ঠাতা এবং সিওও কৌশিক মুখার্জি একটি ফুচকা স্টলের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে ৮টি ফুচকার দাম ৩৩৩টাকা। এই পোস্টটি শেয়ার করার পর, 56,000 এরও বেশি ব্যবহারকারী এটি দেখেছেন এবং ইউজাররা পোস্টে কমেন্ট করে তাদের মতামত জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন যে ফুচকার এই দাম দেখে অবাক তিনি। আবার একজন লিখেছেন ৪০-৫০ টাকায় ফুচকা পাওয়া যায় কিন্তু ৩৩৩টাকায় ৮টি ফুচকা দেখে আমি অবাক। গত বছরের শুরুতে, মুম্বাই বিমানবন্দরে ৬০০ টাকায় বাটারমিল্ক সহ মসলা দোসা পাওয়া দেখেও মানুষজন বেশ অবাক হন।