New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/cats_3ea44a.jpg)
রাস্তা দিয়ে ছুটে চলেছে আস্ত এক কুঁড়েঘর
রাস্তাঘাটে বেরোলে সাধারণত যান বাহন, মানুষজন, দোকানপাট দেখেই আমরা সকলে অভ্যস্ত। আস্ত কুঁড়েঘর কীভাবে রাস্তা দিয়ে ছুটে চলবে তা ভাবাচ্ছে নেটিজেনদের।
রাস্তা দিয়ে ছুটে চলেছে আস্ত এক কুঁড়েঘর
রাস্তা দিয়ে ছুটে চলেছে আস্ত এক কুঁড়েঘর। কী অবাক হলেন? অবাক হওয়াটাই তো স্বাভাবিক। রাস্তাঘাটে বেরোলে সাধারণত যান বাহন, মানুষজন, দোকানপাট দেখেই আমরা সকলে অভ্যস্ত। আস্ত কুঁড়েঘর কীভাবে রাস্তা দিয়ে ছুটে চলবে তা ভাবাচ্ছে নেটিজেনদের।
এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ব্যস্ত রাস্তায় ছুটে চলেছে আস্ত কুঁড়েঘর। ভিডিও দেখে তাজ্জব হয়ে গিয়েছেন সকলেই। আসলে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে এমন অনেক ভিডিও ভাইরাল হয় যা আমাদের ভাবাতে বাধ্য করে।
চলমান কুঁড়েঘরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে কুঁড়েঘরের নীচে চাকা লাগানো আছে, সুতরাং এটি স্পষ্ট যে ভিতরে একটি মোটরও লাগানো রয়েছে। সামনের অংশ দেখার জন্য একটি জানালার আকারে জায়গাও দেওয়া হয়েছে। রাস্তার প্রতিটি মানুষের চোখ এই কুঁড়েঘরের দিকে।
ভাইরালভায়ানি নামের একটি পেজ থেকে এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি লাইক করেছেন ১ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ। ব্যাটারি চালিত কুঁড়ে ঘরের গতি ১৫ থেকে ২০ কিলোমিটার।