New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/viral-1-amp.jpg)
এরপরই সে কোনো তোয়াক্কা না করে গান করতে শুরু করেন। হঠাৎই রুপম ইসলামের নকল করে মাথা নাচিয়ে লাফাতে থাকেন।
ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, যুবকের কন্ঠে রুপম ইসলামের আরো একবার। যা শুনে অনেক নেটিজেন মুগ্ধ হয়েছে। কিন্তু তার অঙ্গভঙ্গিতে বেজায় চটে গিয়েছে নেট নাগরিকরা। যাঁরা রুপম ইসলামের অনুরাগী তাঁরা কমেন্টে নানাভাবে কটাক্ষ করেছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরের মধ্যে গান গাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন যুবক। এরপর, খাটে বসে থাকা এক ভদ্র মহিলা তাঁর গান না শুনে গল্পে মোশগুল হয়ে থাকেন। তখন যুবক গলা উঁচিয়ে বলে ওঠেন, 'আরে দর্শক চুপ করো'। সঙ্গে সঙ্গে তাকে শুনতে হয় পাশের ঘরে গিয়ে যা করার কর। এরপরই সে কোনো তোয়াক্কা না করে গান করতে শুরু করেন। হঠাৎই রুপম ইসলামের নকল করে মাথা নাচিয়ে লাফাতে থাকেন। মাইক হিসেবে প্রথমে হাতে বোতল ছিল, এরপর হাতে তুলে নেন টিউবলাইটের হোল্ডার। তাই নিয়েই গাইতে থাকে সে।
দেখুন ভিডিও..