রাস্তায় চোখ ধাঁধানো 3D আর্ট, মহিলার বিরল প্রতিভাকে কুর্নিশ

মুহুর্তে রাস্তায় তৈরি করলেন থ্রি-ডি আর্ট

মুহুর্তে রাস্তায় তৈরি করলেন থ্রি-ডি আর্ট

author-image
IE Bangla Web Desk
New Update
Rural Women,Street art, women made Street art, west bengal women Street art,women amazing talent,Street art video, how to made Street art, 3D art,how to make 3D art,3D painting,amazing news, good news, interesting news, viral news, trending news,

মহিলার দক্ষতা অবাক করবে আপনাকেও, রাস্তায় এমন চিত্রকর্ম দেখে তাজ্জব মানুষজন। টুইটারে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে স্থানীয় এক মহিলাকে রাস্তায় অত্যাশ্চর্য 3D আর্ট তৈরি করতে দেখা যায়। যা দেখে একেবারে তাজ্জব নেটিজেনরা।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ভাইরাল হয় মানুষজনের বিরল প্রতিভা। এমনই এক প্রতিভায় সকলকে চমকে দিলেন এক মহিলা। মুহুর্তে রাস্তায় তৈরি করলেন থ্রি-ডি আর্ট। আর যা দেখে একেবারে তাজ্জব নেটপাড়া। এমনই একটি ভিডিও আজকাল টুইটারে ভাইরাল হচ্ছে। যেখানে স্থানীয় এক মহিলাকে রাস্তায় আশ্চর্যজনক চিত্রকর্ম করতে দেখা যায়।

এই ভিডিওটি @TansuYegen অ্যাকাউন্ট থেকে টুইটারে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে- স্ট্রিট আর্ট। ভিডিওতে, আপনি দেখতে পাচ্ছেন কীভাবে চক এবং কয়লার সাহায্যে তিনি নিজেই রাস্তায় একটি দুর্দান্ত 3D চিত্রকর্ম তৈরি করেছেন। প্রায় ১০ ফুট লম্বা ও ৮ ফুট চওড়া থ্রি-ডি স্ট্রিট আর্ট তৈরি করেছেন তিনি।

Advertisment

ক্যাপশন থেকে ভিডিওটি বাংলার কোন অঞ্চলের। পশ্চিমবঙ্গের। ওই মহিলা 3D আর্টে বেশ দক্ষ। জানা গিয়েছে মহিলার নিজস্ব একটি থ্রি-ডি আর্ট স্কুলও রয়েছে। অনেক শিশু তার থেকে প্রশিক্ষণ নিতেও যায়। ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে তিনি তার এলাকার রাস্তায় এই দুর্দান্ত চিত্রকর্মটি করেছেন, যা দেখে লোকেরা হতবাক।

ভিডিওটি মাত্র একদিন আগে শেয়ার করা হয়েছিল এবং এখন পর্যন্ত এটি প্রায় ১০ লাখ ভিউ হয়েছে। ১১ হাজারের বেশি লাইক এবং ১৫০০ টিরও বেশি রিটুইট হয়েছে। মহিলার দক্ষতা দেখে মানুষ অবাক।

Viral Video