প্রেমের টানেই রাশিয়া থেকে ভারতে পাড়ি দিলেন এক তরুণী। বিয়েও করলেন নিজের পছন্দের মানুষকে। আর মুহূর্তেই সেই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
প্রেম জাত-পাত, গরীব-বড়লোক দেখে না। প্রেমে পড়লে অনায়াসেই টপকানো যায় সীমানার বেড়াজাল। এমন বহু নজির এর আগেও সকলেই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। এবার প্রেমের টানে রাশিয়া থেকে ইউপির প্রতাপগড়ে পাড়ি দিলেন কনে। ভেরোনিকা নামের ওই রাশিয়ান তরুণী প্রেমে পড়েন উত্তরপ্রদেশের অমিতের।আর সেই প্রেমকে স্বীকৃতি দিতেই সুদূর রাশিয়া থেকে উত্তরপ্রদেশে ছুটে এসেছেন এই তরুণী।
দিল্লিতে একটি বেসরকারি সংস্থায় কাজের সুবাদেই দুজনের আলাপ-সেই থেকে বন্ধুত্ব। বাড়ে ঘনিষ্ঠতাও এবং শেষে একে অপরের প্রেমে রীতিমত হাবুডুবু খেতে থাকেন। হিন্দু রীতি মেনে এবার তারাই বিয়ে করলেন।
প্রতাপগড় শহরের বাসিন্দা অমিত সিং দিল্লিতে অ্যানিমেশন কোর্স করে দিল্লিতে একটি বহুজাতিক কোম্পানিতে কাজ শুরু করেন, যেখানে তিনি কাজ করতেন, রাশিয়া থেকে আসা ভেরোনিকার সঙ্গে তার পরিচয় হয়। সাক্ষাৎ প্রেমে পরিণত হয়। অমিত এবং ভেরোনিকার প্রেম দুই পরিবারের তরফে মেনে নেওয়া হয়।
রাশিয়ান কনে এবং তার আত্মীয়রা ভারতীয় রীতিনীতি সম্পর্কে তেমন কিছুই জানত না, তবে তারা এই বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান এবং হিন্দু রীতিনীতি বেশ উপভোগ করে, সেই সঙ্গে ভারতীয় খাবার খেয়ে তার তাফির করতেও ভোলেননি বিদেশি কনে যাত্রীরা। বিয়েতে কনেকে দেখতে আশেপাশের প্রচুর লোক জড়ো হন, রাশিয়ান কনের সঙ্গে সেলফি তোলার হিড়িক ছিল চোখে পড়ার মত।