Advertisment

Trending Video: প্রেমিকাকে 'ইমপ্রেস' করতে পায়ের কাছে নোটের পাহাড়! ভিডিও দেখে ভিরমি খেল নেটপাড়া

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিদিন বিভিন্ন ধরণের ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে কিছু ভিডিও আমাদের অবাক করে। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে এক ব্যক্তিকে তার 'সম্পদ' নিয়ে গর্ব করতে দেখা যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
"Sergey Kosenko, Russian entrepreneur, Russian entrepreneur's girlfriend walks on money, viral video, banknotes, Stairs made of cash, walking on cash, currency notes, Russian influencer, Mr Thank You, Russian Man Makes Girlfriend Walk on Pile of Money Viral Video, viral instagram video, girl walking on money, stack of money, viral news, social media viral videos, viral trending videos,

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিদিন বিভিন্ন ধরণের ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে কিছু ভিডিও আমাদের অবাক করে। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে এক ব্যক্তিকে তার 'সম্পদ' নিয়ে গর্ব করতে দেখা যায়।

Trending Video: প্রেমিকাকে মুগ্ধ করার জন্য পায়ের কাছে নোটের পাহাড়! এমনই এক ভিডিও নেটদুনিয়ায় এখন জোর চর্চায়। কতটা ধনী হলে নিজের গার্লফ্রেন্ডকে 'ইমপ্রেস' করতে নোটের পাহাড় সাজিয়ে দিতে পারেন এক ব্যক্তি। তা ভেবেই চমকে উঠেছেন সকলে।

Advertisment

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিদিন বিভিন্ন ধরণের ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে কিছু ভিডিও আমাদের অবাক করে। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে এক ব্যক্তিকে তার 'সম্পদ' নিয়ে গর্ব করতে দেখা যায়। ভিডিওটি দেখার পরে, আপনিও ভাবতে শুরু করবেন যে মানুষের কাছে সত্যিই এত টাকা আছে কি না! যদিও থাকে তারা কীভাবে তাদের অর্থ এইভাবে অপচয় করতে পারেন!

স্রেফ বান্ধবীকে ইমপ্রেস করতে তার পায়ের নীচে নোটের পাহাড় গড়েছেন এক ব্যক্তি। হেলিকপ্টার থেকে নামার সময় বান্ধবীড় পায়ের সামনে গোছা গোছা নোটের বাণ্ডিল রাখতে দেখা যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, গার্লফ্রেন্ডকে রিসিভ করতে পৌঁছেছেন ওই ব্যক্তি। হেলিকপ্টার ল্যাণ্ড করার পর ওই ব্যক্তি তার বান্ধবীর হাত ধরে তাকে হেলিকপ্টার থেকে নামিয়ে আনেন । গার্লফ্রেন্ডকে হেলিকপ্টার থেকে নামানোর জন্য সে নোটের সিঁড়ি তৈরি করছেন তিনি। বান্ধবী নিচে নামার সাথে সাথেই তার পা সরাসরি সেই নোটের বান্ডিলের উপর পড়ে। যেন লাল কার্পেটের বদলে বিছানো হয়েছে নোটের পাহাড়।

আরও পড়ুন : < Jio Price Hike: চোখের জল ফেলছেন কোটি কোটি Jio ইউজার, রিচার্জে দাম বাড়ল ৬০০ টাকা >

ইনস্টাগ্রাম পোস্ট অনুসারে, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন এক রুশ ব্যবসায়ী এবং কনটেন্ট ক্রিয়েটার সের্গেই কোসেনকো। তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল @mr.thank.you থেকে ভিডিওটি পোস্ট করেছেন। সের্গেই প্রতিদিন তার ইনস্টাগ্রামে একই ধরনের ভিডিও পোস্ট করে থাকেন। ভিডিওটি লেখার সময় পর্যন্ত ১ লাখ ২১ হাজার মানুষ লাইক করেছেন এবং কোটি কোটি মানুষ দেখেছেন। অনেকেই কমেন্টে জানিয়েছেন, ক প্রত্যেক ব্যক্তির অর্থকে সম্মান করা উচিত।

Viral Video viral Trending News
Advertisment