লকডাউনের জেরে এতদিন প্রায় ঘরবন্দীই ছিলেন সবাই। আনলক শুরু হলেও করোনা সংক্রমণের ভয়ে এ বছরটা ঘরবন্দী হয়েই কাটছে। তবে, একঘেয়েমি কাটাতে ধীরে ধীরে ঘুরতে যাওয়া শুরু করেছে অনেকেই। বাদ যাননি সেলেবরাও। ভাইরাস, সংক্রমণ থেকে অনেক দূরে সবুজের কোলে বা নীলের মাঝে সময় কাটাচ্ছেন বহু তারকা।
Advertisment
সেই তালিকায় রয়েছেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর-ও। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ শচীনকে কয়েকদিন ধরেই বেড়ানোর নানা ছবি শেয়ার করতে দেখা যাচ্ছে। ফুরফুরে মেজাজে ধরা দিচ্ছেন ছেলে-মেয়েদের সঙ্গে। যা দেখে ভক্তরা বরাবরের মতোই ভালবাসায় ভরিয়ে দিচ্ছে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ওয়াল। সম্প্রতি শচীন তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন এমন এক ভিডিও যেখানে তাঁর ভারতের নানা স্থানে ভ্রমণের নানা টুকরো স্মৃতি একত্রিত করে শেয়ার করেছেন।
ভিডিও শেয়ার করে শচীন লেখেন, “স্মৃতি যা আমার হৃদয়ে অমলিন হয়ে থাকবে”। সেই সঙ্গে তিনি তাঁর ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে লিখেছেন, “আপনি বেড়াতে গেছেন এমন কয়েকটি স্থানের নাম বলুন”। ভাইরাল এই ভিডিওতে স্ত্রী অঞ্জলিকেও দেখা গেছে। ভিডিওতে তাঁকে কখনও জঙ্গল সাফারিতে তো কখনও আবার, নৌকায় যাত্রা করতে দেখা গেছে। ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল। লাভ রিয়্যাক্টে ভরিয়ে দেন অনুরাগীরা। কমেন্টও আসতে থাকে শয়ে শয়ে। কেউ লেখেন, মন মুগ্ধ করা ভিডিও। ইতিমধ্যেই এই ভিডিও ১০ লক্ষের বেশি ভিউ হয়েছে, সেই সঙ্গে প্রায় সাড়ে তিন লক্ষের কাছাকাছি লাইক পড়েছে।