Viral: সামনেই বাঘ! 'অবিশ্বাস্য মুহূর্ত' শেয়ার কিংবদন্তীর, রুদ্ধশ্বাস ভিডিও ভাইরাল

জঙ্গল সাফারির 'অবিশ্বাস্য মুহূর্ত' নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করলেন সচিন, মুহূর্তেই ভাইরাল হল কিংবদন্তীর পোস্ট।

জঙ্গল সাফারির 'অবিশ্বাস্য মুহূর্ত' নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করলেন সচিন, মুহূর্তেই ভাইরাল হল কিংবদন্তীর পোস্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
sachin tendulkar"," jim corbett"," uttarakhand"," sachin tendulkar instagram"," sachin tendulkar throwback"

জঙ্গল সাফারির 'অবিশ্বাস্য মুহূর্ত' নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করলেন সচিন, মুহূর্তেই ভাইরাল হল কিংবদন্তীর পোস্ট।

জঙ্গল সাফারির 'অবিশ্বাস্য মুহূর্ত' নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করলেন সচিন, মুহূর্তেই ভাইরাল হল কিংবদন্তীর পোস্ট।
আইপিএলের সিজনে কিছুটা হালকা মেজাজে সোলো ট্রিপে ক্রিকেটের ইশ্বর। বন্যপ্রাণীর সঙ্গে সময় কাটাতে বেশ পছন্দ করেন তিনি। এর আগেও এই সংক্রান্ত নানান ভিডিও তিনি তার ইন্সটা পোস্টে তুলে ধরেছেন। তবে এবার জঙ্গল সাফারির 'অবিশ্বাস্য মুহূর্ত' ফলোয়ারদের সঙ্গে শেয়ার করেছেন কিংবদন্তী নিজেই।

Advertisment

উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যানে তার সাম্প্রতিক সাফারির "অবিশ্বাস্য মুহূর্তগুলি" পোস্ট করেছেন সচিন। আর সেই ভুবন ভোলানো মুহূর্তকে 'রাইড ইন দ্য ওয়াইল্ড',বলেও উল্লেখ করেন তিনি। পোস্টের ক্যাপশন থেকে স্পষ্ট সাফারির সচিনের সঙ্গে সাক্ষাৎ হয় বাঘ সহ বেশ কিছু বন্যপ্রাণীর।

Advertisment

সচিন যে ওয়াইল্ড লাইফ ভালবাসেন, তা কারুরই হয়তো অজানা নয়। বাঘের সঙ্গে সঙ্গে যে হাতির সঙ্গেও দেখা হয়েছে তার সেকথা কিন্তু ফ্যান ফলোয়ারদের জানাতে ভোলেন নি তিনি। চলতি বছরের শুরুতে সচিন পরিবারের সঙ্গে কাশ্মীর সফরেও গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায়, তিনি তার ভ্রমণের ঝলক শেয়ার করে বলেছিলেন অভিজ্ঞতাটি "তার স্মৃতিতে খোদাই করা" থাকবে।

viral