সাম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষের ‘দক্ষতা’ অবাক করছে সকলকে। সেই সকল ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুর্হূতেই ভাইরাল হয়ে যায়। সম্প্রতি এমনই এক ‘সেলসম্যান’ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। ভাইরাল এই ভিডিওতে সেলসম্যানকে নিমিষেই ৫ মিটার লম্বা শাড়ি পরতে দেখা যাচ্ছে। যা দেখে সকলেই তাঁর এমন শাড়ি পরার কৌশল দেখে অবাক হয়ে গিয়েছেন।
শাড়ি পরা রীতিমত একটি কঠিন কাজ। ‘প্রতিদিন শাড়ি পরা’ অনেক মহিলার কাছেও কঠিন কাজগুলির মধ্যে একটি বলেই মনে হয়। এমন পরিস্থিতিতে, ভিডিওতে দেখা যাচ্ছে এই সেলসম্যান নিমিষেই শাড়ি পরে সকলকে তাক লাগিয়ে দেন। ভিডিও দেখে ব্যবহারকারীরাও অবাক।
ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে পোস্ট করা হচ্ছে। ভিডিওটি jagmonsingh3 নামের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওতে একটি শাড়ির দোকানে সেলসম্যান হিসেবে কাজ করা এক যুবক ক্রেতাদের কাছে শাড়ির ‘লুক’ তুলে ধরতে নিজেই শাড়ির ডেমো দেখাচ্ছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিদ্যুতের গতির চেয়েও দ্রুত গতিতে শাড়ি পড়তে দেখা যায়। ভিডিওতে, মহিলাদের চেয়েও দ্রুত শাড়ি পরা যুবককে দেখে সকলেই একেবারে অবাক। খবর লেখা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ৪৩ লাখের বেশি ভিউ এবং এক লাখ ৬১ হাজারের বেশি লাইক পেয়েছে।