New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-19.jpg)
মুম্বই লোকালে বলিউডের ভাইজান! নেশা ধরানো নাচে মুগ্ধ যাত্রীরা, ভিডিও ভাইরাল
‘নো এন্ট্রি’গানে নেশা ধরানো নাচে মাতাল করেছেন এক যুবক।
মুম্বই লোকালে বলিউডের ভাইজান! নেশা ধরানো নাচে মুগ্ধ যাত্রীরা, ভিডিও ভাইরাল
বলিউডের ভাইজান অর্থাৎ সলমন খানের লাখ লাখ ভক্ত রয়েছেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও সলমনের অভিনয় ও নাচ পছন্দ করেন। যুব সম্প্রদায়ের কাছে তিনি এক আইকন। সলমনের মত বাইসেপ ও সিক্সপ্যাক পেতে কঠোর পরিশ্রম করেন তরুণ প্রজন্মের একটা বড় অংশ। সম্প্রতি এক তরুণের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাকে হুবহু সলমনের মত দেখতে।
মুম্বই লোকাল ট্রেন কোন না কোনো কারণে সবসময়ই সংবাদ শিরোনামে থাকে। মুম্বই লোকাল ট্রেন একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ‘নো এন্ট্রি’গানে নেশা ধরানো নাচে মাতাল করেছেন এক যুবক। একঝলক দেখলে তাকে ভাইজান বলে ভুল হতে পারে আপনারও।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যুবককে দেখতে হুবহু সলমন খানের মত। তার শরীর, চলাফেরার স্টাইল এবং নাচের স্টেপ হুবহু সলমনের মতই। ট্রেনের যাত্রীরাও তার নাচ দেখে চমকে ওঠেন।
মুহূর্তেই এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তরুনকে নিয়ে কৌতূহলী সলমনের ভক্ত ও নেটিজেনরা। ভিডিওটিতে মন্তব্য ও লাইকের বন্যা নজরে এসেছে। @mumbaimatterz বা Twitter (X) অ্যাকাউন্ট থেকে এই নাচের ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটি 2 লাখ 43 হাজারের বেশি ভিউ পেয়েছে।
Travel Inside a #MumbaiLocal train never ceases to spring a Surprise.
Now a #SalmanKhan look alike showcasing his dancing skills inside a Harbor line local train..
(Even kept his shoe laden feet on the seat) pic.twitter.com/zdD3sM4JlT— मुंबई Matters™ (@mumbaimatterz) September 29, 2023