চাষীদের সম্মান জানাতে কাদা মাখলেন সালমান খান!

সোশাল মিডিয়ায় তাকে ঘিরে শুরু হয় ভিন্ন মতামতে চর্চা। অনুগামীরা পিঠ চাপড়ালেও, বাকিরা মোটে পছন্দ করেনি।

সোশাল মিডিয়ায় তাকে ঘিরে শুরু হয় ভিন্ন মতামতে চর্চা। অনুগামীরা পিঠ চাপড়ালেও, বাকিরা মোটে পছন্দ করেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লকডাউন শুরু হওয়ার পর থেকে সালমান খান পানভেলের ফার্মহাউসে রয়েছেন, সেখানেরই এক ঝলক তুলে ধরেছেন তিনি। সর্বশেষ পোস্টে, দাবাং অভিনেতা কৃষকদের প্রতি তাঁর শ্রদ্ধা জানিয়ছেন। সেখানে দেখা যাচ্ছে কাদা মেখে রয়েছে অভিনেতা।

Advertisment

নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন। খান মাঠে থাকাকালীন ছবিটি ক্যামেরাবন্দী করেন। তিনি লাল বাহাদুর শাস্ত্রীর স্লোগান ‘জয় জওয়ান জয় কিসান’ ও আহ্বান জানিয়ে ছবিটির শিরোনাম দিয়েছ্ন, “দানে দানে পে লিখা হোতা হ্যায় খান ওলে কা নাম… জয় জাওয়ান! জয় কিসান! ”

কিন্তু এরপরই সোশাল মিডিয়ায় তাকে ঘিরে শুরু হয় ভিন্ন মতামতে চর্চা। অনুগামীরা পিঠ চাপড়ালেও, বাকিরা মোটে পছন্দ করেনি।

Advertisment

View this post on Instagram

Respect to all the farmers . .

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

Read the full story in English

salman khan