ঘরে বসে থাকার চেয়ে সিঙ্গারা বেচা শ্রেয়! বৃদ্ধের কাহিনী অনুপ্রেরণা জোগাবে

বৃদ্ধ ওই সিঙ্গারা বিক্রেতার পরিশ্রমকে স্যালুট জানিয়েছেন সকলেই।

বৃদ্ধ ওই সিঙ্গারা বিক্রেতার পরিশ্রমকে স্যালুট জানিয়েছেন সকলেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Rajasthan, Udaipur, Viral post, Udaipur Viral post, Udaipur samosa seller Story, Udaipur samosa seller Viral post, Udaipur samosa Wala, Udaipur samosa Wala Story, Udaipur samosa Wala Viral Post, Trending News, Trending Post, Rajasthan samosa Wala Story,

বৃদ্ধ বয়সেও নেই বিরাম। সিঙ্গারা বিক্রি করেই চলে পেট। বৃদ্ধ এই দোকানির কথা বদলে দেবে আপনার দৃষ্টিভঙ্গি। ইন্টারনেটে তাঁর কর্মকাণ্ডকে স্যালুট জানালেন মানুষজন।

Advertisment

সাধারণত অবসর নেওয়ার পর মানুষের মধ্যে কাজ করার উদ্যম কমে যেতে থাকে। এই পোস্টে একজন বৃদ্ধ সিঙ্গারা বিক্রেতার কাহিনী ভাইরাল হয়েছে যার কাজের প্রতি অসাধারণ ভালবাসা আপনাকে মুগ্ধ করবেই।  

প্রত্যক ব্যক্তির সফলতার পিছনে থাকে এক পরিশ্রমের গল্প। মানুষ সফলতা পাওয়ার জন্য কাজের জায়গায় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে থাকেন। বর্তমান যুগে মানুষ তার কাজে এতটাই ব্যস্ত যে সে তার জীবনযাত্রায় ভারসাম্য রক্ষা করতে হিমশিম খাচ্ছে। মানুষ বর্তমানের চেয়ে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত। এমন পরিস্থিতিতে উদয়পুরের একজন প্রবীণ ব্যক্তির গল্প আপনাকে অনুপ্রেরণা দিতে পারে।

Advertisment

সাধারণত অবসর গ্রহণের পর মানুষের মধ্যে কাজ করার ইচ্ছা আর সেভাবে থাকেনা। অবসরের পর সাধারণ ভাবে মানুষজন আয়েস করেই সময় কাটায়ে বেশি পছন্দ করেন। আজ এমন এক বৃদ্ধের কাহিনী ভাইরাল হয়েছে যিনি অবসরের পরেও কঠোর পরিশ্রম করতে মানুষজনকে অনুপ্রাণিত করবে। টুইটারে শেয়ার করা এক পোস্টের মাধ্যমে উদয়পুরের এই বৃদ্ধ সিঙ্গারা বিক্রেতার গল্প সামনে এসেছে।

পোস্টে বলা হয়েছে কিভাবে একজন মানুষ এই বয়সেও ঘরে বিশ্রাম না করে কঠোর পরিশ্রম করে চলেছেন এবং তাও শুধুমাত্র সংসারের সুখের জন্য। টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে ব্যবহারকারী লিখেছেন, ‘প্রচন্ড বৃষ্টির মধ্যে বৃদ্ধ এই সিঙ্গারা বিক্রতার দিকে চোখ পড়ল যিনি একাগ্র চিত্তে দোকানে পরিশ্রম দিয়ে চলেছেন’।

ওই বৃদ্ধ ব্যবহারকারীকে জানিয়েছেন, ‘আমি এই বয়সে টাকার জন্য কাজ করি না। আমি নিজেকে খুশি রাখার জন্য কাজ করি। একা ঘরে বসে থাকার চেয়ে এখানে বসে থাকা অনেক ভাল। তিনি আরও বলেন, 'যখন আমি চার জনের খুশির মুখ দেখি, যারা আমার তৈরি করা সিঙ্গারা খান, আমার মন আনন্দে ভরে যায়'। এখন পর্যন্ত ১.২ মিলিয়ন মানুষ এই ভিডিওটি দেখেছেন। ।

viral