New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-56.jpg)
সুদর্শন পট্টনায়েকের চোখ ধাঁধানো শিল্পকর্ম
সুদর্শন পট্টনায়েকের চোখ ধাঁধানো শিল্পকর্ম মুগ্ধ করেছে লাখো বিরাট ভক্তকে।
সুদর্শন পট্টনায়েকের চোখ ধাঁধানো শিল্পকর্ম
ইডেনের মহারণে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। আর মহারণে সকলের নজর বিরাট কোহলির ওপর। ৩৫তম জন্মদিনে টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে নামছেন মহাতারকা। নিজের জন্মদিনে যদি শচীনকে ছোঁয়া ৪৯তম ওয়ানডে শতরান করে ফেলেন, তাহলে তো সোনায় সোহাগা।
একদিকে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। আর একই সঙ্গে বিরাট কোহলির ৩৫ তম জন্মদিন। সব মিলিয়ে যেন দেশজুড়ে এক আলাদা উন্মাদনা। কোহলিকে জন্মদিনের বিরাট শুভেচ্ছা জানিয়ে অবিশ্বাস্য এক বালু ভাস্কর্য তৈরি করেছেন প্রখ্যাত বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক।
বিখ্যাত বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক ৩৫ তম জন্মদিন উপলক্ষে ক্রিকেট কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে এক বিরাট আয়োজন করেছেন। অত্যাশ্চর্য এক বালু ভাস্কর্যের মাধ্যমে তিনি কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ওড়িশার পুরী সমুদ্র সৈকতের তীরে অপরূপ এই বালু ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। শিল্পকর্মটিতে ভারতীয় ক্রিকেট সেনসেশনের একটি প্রাণবন্ত প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে।
পট্টনায়েকের সোশ্যাল মিডিয়া তার এই অপুর্ব শিল্পকলা তুলে ধরে লিখেছেন, " ক্রিকেট আইকন কোহলিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, ওড়িশার পুরী সমুদ্র সৈকতে আমার স্যান্ডআর্ট।" পুরী সৈকতে পট্টনায়েকের বালু ভাস্কর্যটি অগণিত ভক্তদের মন ছুঁয়ে গিয়েছে। শিল্প কর্মের প্রশংসার পাশাপাশি কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন লাখো ভক্ত।