স্যান্ড আর্টে দেশবাসীকে রাম নবমীর শুভেচ্ছা, বালু শিল্পী সুদর্শন পট্টনায়েকর তাক লাগানো শিল্পকর্ম ভাইরাল। স্যান্ড আর্টে দেশবাসীকে রাম নবমীর শুভেচ্ছা, আর এই শুভেচ্ছা বার্তা দিয়ে দেশবাসীকে ফের একবার তার তাক লাগানো শিল্পকর্মের প্রেমে পরতে বাধ্য করেছেন বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক। আর এই শিল্পকর্ম এখন মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
পুরীর সমুদ্র সৈকতে শিল্পী সুদর্শন পট্টনায়েক ফুটিয়ে তুলেছে তার অপরূপ শিল্পকর্ম। স্যাণ্ড আর্টেই ফুটিয়ে তুলেছে ভগবান রামের মূর্তি এবং নব নির্মিত অযোধ্যার রামমন্দিরে খণ্ডচিত্র। অপরূপ বালু ভাস্কর্য দেখে স্তম্ভিত নেটপাড়া। বরাবরই বিশেষ দিনে বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক পুরীর সমুদ্র সৈকতে তৈরি করেন তার তাক লাগানো শিল্পকর্ম। তা দেখতে প্রচুর সংখ্যক পর্যটক।
এবারের রাম নবমী উপলক্ষে তার সেই ট্রাডিশ্যানে কোন ছেদ পড়েনি। তাক লাগানো শিল্পকর্মে ফের একবার লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে আদায় করেছেন ভালবাসা ও কুর্নিশ।