Advertisment

কুল, শাড়ি, পঞ্জাবি, অল্প প্রেম মেশানো সরস্বতী পুজোর মিম ভাইরাল

ভুল করেও কুল খেয়ে নিলে, হাজার চেষ্টা করলেও পরীক্ষায় ভালো ফল করা যাবে না। সরস্বতী পুজোর এই তথাকথিত নিয়ম সম্প্রতি মিমের আকার পেয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মাঘের হাওয়া গায়ে লাগা মানেই একটু একটু করে তৈরি হতে থাকে সরস্বতী পুজোর প্ল্যান। মায়ের শাড়ি, দিদির গয়না, অঞ্জলি, টোপা কুল আর দুদিনের জন্য বন্ধ পড়াশুনা, শিশুমনে বসন্ত এভাবে ছোঁয়া দিয়ে যায় এদিন। যে ছোঁয়ায় পঞ্জাবি গায়ে সদ্য গোঁফের রেখা ওঠা ছেলেটা নিজেকে যুবক মনে করে। খুঁজতে থাকে মনের মানুষকে। ওই যে, সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন ডে।

Advertisment

সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার আগে কুল খেতে নেই। এই অর্ডার নাকি স্বয়ং সরস্বতীর। খেলে পরে বেজায় চটে যান বিদ্যের দেবী। ভুল করেও কুল খেয়ে নিলে, হাজার চেষ্টা করলেও পরীক্ষায় ভালো ফল করা যাবে না। কারণ বাগদেবী রেগে গিয়ে নাকি পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। সরস্বতী পুজোর এই তথাকথিত নিয়ম সম্প্রতি মিমের আকার পেয়েছে। ফেসবুক ময়দানে ঘুরে বেড়াচ্ছে সেই মিম। ইউজাররা স্ক্রল করতে গিয়ে আশকারা দিয়ে ফেলছেন নস্টালজিয়াকে। লাইক, শেয়ার, কমেন্টের দৌলতে অগত্যা ভাইরাল সেসব মিম।

প্রায় শেষ হয়ে এল দিনটি। আজ জোড়া ইলিশ বা গোটা সেদ্ধর গন্ধে মাতোয়ারা আপামর বাঙালির বাড়ি। স্কুলে স্কুলে নিমন্ত্রণ, প্রথম প্রেম, দেরি করে বাড়ি ফেরার বাহানা, খিচুড়ি-বেগুনির নস্টালজিয়া শুধু ফেসবুক প্রাঙ্গনে না রেখে এই শেষ বেলায় আবারও ছুঁয়ে দেখুন।

Advertisment