New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats_a789dc.jpg)
বৃদ্ধ বয়সেই এমন মারকাটারি স্টান্ট দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা
বৃদ্ধ বয়সেই এমন মারকাটারি স্টান্ট দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা
বৃদ্ধ বয়সেই এমন মারকাটারি স্টান্ট দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা
কেতাদুরস্ত স্টাইলে বুলেট চালিয়ে চমকে দিলেন সর্দারজি। তার এই অনবদ্য স্টান্ট নিমেষেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
২ হাত রাস্তায় ফেলে ফুল স্পিডে বুলেট চালাতে দেখে সকলেই একেবারে স্তম্ভিত। বৃদ্ধ বয়সেই এমন মারকাটারি স্টান্ট দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা। ভিডিওটি দ্রুত ভাইরাল হচ্ছে।
ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে সর্দারজি বুলেটের একদিকে পা দিয়ে বেশ আয়েস করে বসেছেন। তিনি বুলেটের হ্যাণ্ডেল পুরোপুরি ছেড়ে দিয়েছেন। আশ্চর্যের বিষয় হল এই সময় বুলেটটি চলতে থাকে এবং সর্দারজি অসাধারণ দক্ষতায় ভারসাম্য রেখে বুলেটের উপর বসে থাকেন।
ভিডিওটি বেশিরভাগ মানুষকে চমকে দিয়েছে । একজন ব্যবহারকারী মজার ঢঙে বলেছেন যে সর্দারজিকে দেখে ইলন মাস্ক নিশ্চয়ই টেসলার প্রযুক্তি নকল করেছেন। ভিডিওটি 1000thingsinludhiana নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ দেখেছেন। এছাড়াও, দেড় লাখেরও বেশি মানুষ এতে লাইক ও কমেন্ট করেছেন।