Advertisment

Viral: পড়াশুনার খরচ চালাতে খাবারের স্টল, কিশোরের জীবন সংগ্রামকে ধন্য ধন্য করছে সকলেই

ভিডিওতে ছেলেটি উল্লেখ করেছে যে তার বাবা লিভারের অসুখে আক্রান্ত হয়ে মারা যান।

author-image
IE Bangla Web Desk
New Update
School boy earns living by selling chaat

তার খাবারের স্টল আদর্শ নগর, চৌপাটি, জলন্ধর, পাঞ্জাবে।

কিছু মানুষের জীবন সংগ্রাম অন্যদের অনুপ্রেরণা জোগায়। এমন অনেক ঘটনা সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয় যা মানুষের মনকে ভারাক্রান্ত করে। সম্প্রতি কলকাতার বছর ১৯-এর এক কিশোরের পাইস হোটেল চালানোর ভিডিও সামনে আসতেই তার জীবন সংগ্রামকে ধন্য ধন্য করেছে সকলে। অনুরূপ এক কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisment

পাঞ্জাবের জলন্ধরের দশম শ্রেণির এক জীবন সংগ্রামের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পড়াশুনার পাশাপাশি সংসারের হাল ধরতে রাস্তার খাবারের স্টল দিয়েছে। ভাইরাল এই ক্লিপিংসে ছেলেটি জানিয়েছে তার বাবা লিভারের অসুখে মারা গেছেন। কেটে গিয়েছে চার মাস। বাড়িতে রয়েছে মা ও দুই বোন। এখন সংসার চালাতে পড়াশুনার পাশাপাশি চলছে কঠোর লড়াই।

ফুড ভ্লগারের সঙ্গে কথা বলার সময়, ছেলেটি আরও উল্লেখ করেছে যে সে একটি প্রাইভেট স্কুলে পড়াশোনা করছে। একই সঙ্গে সে তার ব্যবসাও চালাচ্ছে। ভিডিও ভাইরাল হওয়ার পর সকলেই তাকে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা বলেছে!" অপর একজন ইউজার লিখেছেন, 'এমন মানুষদের উৎসাহিত এবং আর্থিকভাবে সাহায্য করতে সকলকে এগিয়ে আসতে হবে।" তৃতীয় একজন ব্যবহারকারী ছেলেটির প্রশংসা করে লিখেছেন, "ভগবান আপনার মঙ্গল করুন…"।

viral
Advertisment