ইন্টারনেটে তোলপাড় ফেলেছেন এক শিক্ষিকা। ক্লাসরুমেই পড়ুয়াদের সঙ্গে উত্তাল নাচ নেচে তিনি এখন সংবাদ শিরোনামে এসেছেন। জানা গিয়েছে ওই শিক্ষিকার নাম অনুষ্কা চৌধূরি। অভিনেত্রী বা মডেল নন, তিনি এক সাদামাটা স্কুল শিক্ষিকা। সম্প্রতি জনপ্রিয় ভোজপুরি গান ‘কা করিহে ভাইয়া কা করিহে’ গানে পড়ুয়াদের সঙ্গে তার নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে।
ভিডিওটির প্রতিক্রিয়া জানিয়ে একজন বলেছেন, ‘আমাদের সময়েও যদি এমন একজন ম্যাডাম থাকতেন’, অন্য একজন লিখেছেন, ‘খুব ভালো… পড়াশোনার পাশাপাশি বিনোদন… ভাল করেছেন ম্যাম।’
আনুশকা পেশায় এক স্কুল শিক্ষিকা এবং সেই সঙ্গে তিনি একজন বিষয়বস্তু নির্মাতা এবং প্রায়ই নানান নাচের ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি ছাত্র-ছাত্রীদের সঙ্গে নাচের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অনেকেই পড়াশুনার পাশাপাশি স্কুলে এমন অ্যাক্টিভিটির প্রশংসা করেছেন। আবার কেউ কেউ শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘শিশুদের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে দিচ্ছেন এই শিক্ষিকা।’