Advertisment

শিশুকন্যাকে কামড়ে রাস্তার ধারে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা, পথকুকুরের মারাত্মক আক্রমণ ভাইরাল

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে শিশুটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনটি পথকুকুর তাকে কামড়াচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Dog attack, dog attacks child, street dog attack, violent street dogs, street dog problem, street dog issue, Tamil Nadu, street dogs attack child, CCTV video, viral video

একরত্তি শিশুকন্যাকে কামড়ে রাস্তার ধারে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা, পথকুকুরের মারাত্মক আক্রমণের ঘটনা ভাইরাল

পথ কুকুরের আক্রমণে জখম একরত্তি শিশুকন্যা। হাড়হিম করা ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisment

রবিবার তামিলনাড়ুর হোসুরে পথ কুকুরের আক্রমণে গুরুতর জখম হয়েছে এক শিশু।  বেশ কিছু সময় পর এক পথচারী শিশুকন্যাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভয়ঙ্কর ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে শিশুটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনটি পথকুকুর তাকে কামড়াচ্ছে। রাস্তার পাশে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা যায় শিশুটিকে। চোখের সামনে এমন ঘটনা দেখে ছুটে আসেন এক পথচারী। তিনি কুকুরদের তাড়া করে মেয়েটিকে পথকুকুরের কবল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সঙ্গে সঙ্গে মেয়েটিকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ফুটেজটি আতঙ্কিত করেছে স্থানীয় মানুষজনকে। এলাকার মানুষরা পথ কুকুরের ক্রমবর্ধমান সমস্যা সমাধানের জন্য স্থানীয় প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন

viral
Advertisment