'দাঁড়াও যেও না'! ক্ষুধার্ত ভিক্ষুকের খাবার তুলে মন জয় একরত্তির, উদারতায় চোখে জল নেটপাড়ার

ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন নেটিজেনরা

ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন নেটিজেনরা

author-image
IE Bangla Web Desk
New Update
Bachhi Ne Bhikhari Ko Diya Tiffin,Beggar Aur Bachhi,Bhikhari Ko Bachhi Ne Diya Khana,Google Trends,School Girl Gave Tiffin To Beggar,Schooli Bachhi Ki Dayaluta,viral pics

নিজের হাতে ভিক্ষুককে 'টিফিন' খাইয়ে লাখো মানুষের মুহূর্তেই জিতে নিল একরত্তি শিশুকন্যা

নিজের হাতে ভিক্ষুককে 'টিফিন' খাইয়ে লাখো মানুষের মুহূর্তেই জিতে নিল একরত্তি শিশুকন্যা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। মেয়েটির মহানুভবতা মুগ্ধ করেছে সকলকেই। ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন নেটিজেনরা।

Advertisment

শিশুদের সাধারণত ঈশ্বরের সঙ্গে তুলনা করা হয়। শিশুদের মধ্যে ধনী-গরিব বা জাত-পাতের কোনরকম ভেদাভেদ নেই। তাদের কাছে ভালোবাসাটুকুই যথেষ্ট। শিশুদের বুদ্ধিমত্তা এবং মহানুভবতার নানান ভাইরাল ভিডিও মুহূর্তেই মানুষের মন জয় করে। এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে একটি ছোট মেয়েকে তার টিফিন থেকে ভিক্ষুককে নিজের হাতে খাইয়ে দিতে দেখা যাচ্ছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েটি তার আনা টিফিন থেকে ভিক্ষুকের মুখে খাবার তুলে দিচ্ছে। ভাইরাল এই ক্লিপটি মানুষের মন জয় করছে। মেয়েটির মহানুভবতায় মুগ্ধ নেটপাড়া। ভিডিওটি @queen_of_valley থেকে Instagram Reels-এ শেয়ার করা হয়েছে। এটি পোস্ট করার পর থেকে এটি ১ মিলিয়নেরও বেশি ভিউ এবং 207k লাইক পেয়েছে।

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে ছোট্ট মেয়েটি প্রথমে ভিক্ষুককে কিছু টাকা দেয়। তারপর, সে তার টিফিন বক্স খুলে তাকে স্যান্ডউইচ নিজের হাতেই খাইয়ে দেয়। ভিডিওর শেষে মেয়েটি ভিক্ষুকের সঙ্গে হাত মেলাতে দেখা যায় ছোট্ট মেয়েটিকে। ক্লিপটি দেখে আবেগে ভেসে গিয়েছেন নেটপাড়ার মানুষজন। ভিডিওটিতে লাইক ও প্রতিক্রিয়ার ঝড় ওঠে। সকলেই স্কুল ছাত্রীর উদারতার প্রশংসা করেছেন।

viral