New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-23.jpg)
এমন আজব আবিষ্কারে ভিরমি খাচ্ছেন সকলেই।
উলটে গেল স্কুটারের পুরো সিস্টেম…! লোকে অবাক হয়ে তাকিয়ে রইল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুটারের পুরো সিস্টেমটাই বদলে দিয়েছেন এক ব্যক্তি। লোকে এই স্কুটার দেখে ওই ব্যক্তির প্রতিভার তারিফ না করে পারছেন না।
ভাইরাল এই ভিডিওতে দেখা যায়, পিছনের দিক থেকে সামনে এগোচ্ছে একটি স্কুটার। এমন আজব আবিষ্কারে ভিরমি খাচ্ছেন সকলেই। স্কুটারের এমন ডিজাইন আপনি আগে কখনও দেখেননি। আসলে, লোকটি এমনভাবে একটি স্কুটারের সিস্টেমকে বদলে দিয়েছেন তাবড় ইঞ্জিনিয়াররাও এমন ডিজাইনের কথা ভাবতে পারবেন না।
ড্রাইভারের আসনটি হ্যান্ডেলের নীচের খাঁজের উপর যেখানে ড্রাইভার বসে আছেন। ওই ব্যক্তি স্কুটারের সিটের নিচে আরেকটি হাতল রেখেছেন, যেটি ধরে স্কুটার চালাতে হবে। সামগ্রিকভাবে স্কুটারটি দেখতে সোজা কিন্তু উল্টো দিকে চলে। তারপরও যদি না বুঝে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন, পুরো ব্যাপারটা বুঝতে পারবেন।
ভিডিওটি @araffabdurrahman নামের একজন ব্যবহারকারী ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ৩০ লাখ এবং লাইক করেছেন ৪৫ হাজার মানুষ। স্কুটারের এই ডিজাইন দেখে সাধারণ মানুষ অবাক।