Advertisment

গোটা একটা ব্রিজ উধাও! 'চোরের' খোঁজে রাশিয়ার পুলিশ

ওপর থেকে তোলা ওই ব্রিজের ছবি ভাইরাল হয়ে যায় রাশিয়ার সোশ্যাল মিডিয়ায়, যার ফলে টনক নড়ে কর্তৃপক্ষের, এবং উম্বা নদীর ওপর ২৩ মিটারের এই রেল ব্রিজের ৫৬ টন ধাতু কোথায় গেল, তার তদন্তের নির্দেশ দেওয়া হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
russian bridge stolen

ছবি: ভিকন্ট্যাক্ট

আচমকাই রহস্যময়ভাবে উধাও হয়ে গেল রেল ব্রিজের একটি বিশাল অংশ। স্থানীয় বাসিন্দাদের তো চক্ষু চড়কগাছ। রাশিয়ার এক প্রত্যন্ত এলাকায় ঘটে যাওয়া এই ঘটনার জেরে আপাতত মেরু অঞ্চল মুরমানস্ক-এ রুজু হয়েছে ফৌজদারি মামলা। সন্দেহের তীর 'ধাতু চোর'-দের দিকে।

Advertisment

ওপর থেকে তোলা ওই ব্রিজের ছবি ভাইরাল হয়ে যায় রাশিয়ার সোশ্যাল মিডিয়ায়, যার ফলে টনক নড়ে কর্তৃপক্ষের, এবং উম্বা নদীর ওপর ২৩ মিটারের এই রেল ব্রিজের ৫৬ টন ধাতু কোথায় গেল, তার তদন্তের নির্দেশ দেওয়া হয়।

রাশিয়ার সোশ্যাল নেটওয়ার্ক ভিকন্ট্যাক্ট-এ ১৬ মে তোলা ছবিতে দেখা যাচ্ছে, ব্রিজের মাঝখানের অংশটি ভেঙে নদীতে পড়ে গিয়েছে। কিন্তু তার মাত্র দশদিন পর তোলা ছবিতে দেখা যাচ্ছে, ভেঙে পড়া অংশের চিহ্নমাত্র নেই। "প্রাকৃতিক নিয়মে এই ব্রিজ ভেঙে পড়তে পারে না," যে ভিকন্ট্যাক্ট পেজে ছবিগুলি শেয়ার করা হয়েছিল, সেই পেজকে উদ্ধৃত করে জানিয়েছে মস্কো টাইমস। "ধাতুর কাজ জানা কারিগররা সম্ভবত ব্রিজটিকে নদীতে টেনে নামিয়ে তারপর স্ক্র্যাপ মেটাল (ধাতব ছাট) হিসেবে ভেঙে পোড়া অংশটি সরিয়ে নিয়েছে।"

একটি স্থানীয় সংবাদপত্রের অনুমান, প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় ছয় লক্ষ রুবল (আন্দাজ সাড়ে ছয় লক্ষ ভারতীয় টাকা)।

স্থানীয়রা ছবি দেখেই তৎক্ষণাৎ সিদ্ধান্তে আসেন যে তাঁদের সেতু 'চুরি' গিয়েছে, এবং পুলিশকে লিখিত বয়ান দেন। কিছুদিনের টালবাহানার পর তদন্ত করতে রাজি হয় পুলিশ। তবে স্থানীয় সংবাদমাধ্যম যা বলছে, তাতে এই ধরনের চুরি এই প্রথম নয়। ২০০৮ সালে এর চেয়েও অনেক বড় 'ব্রিজ চোর'-এর সন্ধানে নেমেছিল পুলিশ, যারা ২০০ টনের একটি সেতু রাতারাতি চুরি করে ফেলে!

viral
Advertisment