New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-243.jpg)
হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে, রাস্তার ধারের এক বয়স্ক বিক্রেতার মুখে ফুটে ওঠা হাসি আপনারও মন জয় করবে। ভিডিওটি দেখেছেন এমন ব্যবহারকারীরা বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহের সঙ্গে বৃদ্ধের তুলনা করছেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাজার হাজার ভাইরাল ভিডিও’র মধ্যে কিছু কিছু ভিডিও এতটাই সুন্দর হয় যে দেখামাত্র মানুষের চোখ সেই ভিডিওতে আটকে যায়। এমনই এক দারুণ ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে যা আপনার সারাদিনের ক্লান্তি দূর করে আপনার মুখেও হাসি ফোটাবে। বেঙ্গালুরুর এক স্ট্রিট ভেণ্ডারের প্রতিকৃতি এঁকে তাকেই তা উপহার হিসাবে দিতে দেখা গেল এক ক্রেতাকে। যা দেখে রীতিমত আপ্লূত ওই বিক্রেতা। বিক্রেতা ওই বৃদ্ধের হাসি মন জয় করেছে সকলের। মনোজ কুমারের ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায় ওই বিক্রেতার কাছ থেকে তিনি কিছু খাবারের আইটেম অর্ডার দেন। বৃদ্ধ যখন খাবার বানাতে ব্যস্ত হয়ে পড়েন তখন তিনি বৃদ্ধের ছবি ক্যানভাসে ফুটিয়ে তোলেন। ক্যানভাসে নিজের ছবি দেখে তৃপ্তির একগাল হাসি সকলের মন জয় করে।
ভাইরাল এই ভিডিওটির ইতিমধ্যেই কয়েকলক্ষ ভিউ হয়েছে। সেই সঙ্গে অজস্র মানুষ ভিডিওতি পছন্দ করেছেন। একজন ইউজার লিখেছেন ওনাকে একটা প্রিন্টেড কপি দিলে ভাল হয়। আরেক ইউজার লিখেছেন বৃদ্ধের হাসি একেবারে নাসিরুদ্দিন শাহের মত।