মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিছু আবেগঘন ভিডিও ভাইরাল হয়। যা দেখে ব্যবহারকারীরা আবেগপ্রবণ হওয়ার পাশাপাশি হারিয়ে যান তাদের পুরনো দিনের স্মৃতিতে। সম্প্রতি এমনই একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে একজন শিক্ষকার সঙ্গে দেখা করতে এসেছেন পুরনো ছাত্ররা। সকলেই সমাজে সুপ্রতিষ্টিত। তাও শিক্ষিকার ঋণ তারা ভুলতে পারেন না। সকলে মিলে শিক্ষিকার প্রতি তাদের কৃতজ্ঞতা জানাতে হাজির এক বৃদ্ধাশ্রমে যেখানে আজ ঠাই শিক্ষিকার। তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন পুরনো ছাত্ররা। ছাত্রদের দেখে আবেগে নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি।
অতীতে সাধারণত, শিশুদের স্কুলে দুষ্টুমির জন্য, ছাত্রদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে জন্য কখনও কখনও শিক্ষকদের কঠোর হতে দেখা যেত। ছাত্রদের শায়েস্তা করতে হাতে বেত তুলে নিতে দ্বিধাবোধ করতেন না তারা। ছাত্রদের মানুষ করতে সেই বেত ছিল যেন এক ‘ম্যাজিক কাঠি’। ভাইরাল হওয়া ভিডিওতে বৃদ্ধাশ্রমে শিক্ষিকার সঙ্গে দেখা করতে হাজির একঝাঁক পুরনো ছাত্র। শৈশবের স্মৃতি রোমন্থনে অবলীলায় তারা শিক্ষিকার হাতে তুলে দিয়েছেন একটি লাঠি। শিক্ষিকাকে সেই হারিয়ে যাওয়া শৈশব ফিরিয়ে দিয়ে ছাত্রদের হাতে লাঠি দিয়ে আলতো করে মারতে দেখা যায়। সকলেই শিক্ষিকার সেই মারের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছেন নস্ট্যালজিক। ফিরে গিয়েছেন শৈশবের হারিয়ে যাওয়া স্কুলের রঙ্গিন দিনগুলিতে।
ব্যবহারকারীরা এই ভিডিওটি দেখার পর তাদের শৈশবের স্মৃতিতে ডুব দিয়েছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আইএএস অফিসার অবনীশ শরণ টুইটারে। এই ভিডিওতে আমরা কিছু লোককে শার্ট এবং সাদা রঙের ধুতি পরা অবস্থায় দেখা গিয়েছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা ‘যখন পুরোনো ছাত্ররা তাদের শিক্ষকের সঙ্গে দেখা করেছে’।
বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। খবর লেখা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এক লাখ ৬০ হাজারের বেশি ভিউ হয়েছে। এছাড়া ভিডিওটিতে লাইক পড়েছে ১৪ হাজারের বেশি। একই সঙ্গে ব্যবহারকারীদের পুরনো দিনের কথা মনে করে মন্তব্য করতে দেখা যায়। একজন ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন, ‘ কেবল একটি লাঠি, যা অনেকের ভাগ্য বদলে দিয়েছে! কিন্তু আজ সেই সময় কোথায়?