চোখ ফেরানো দায়…. রাজকন্যার বেশে যুবতীকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে ট্রেন চালক

ভিডিওটিতে মানুষের এমন মন্তব্য সামনে আসছে যা অবাক করার মতো।

ভিডিওটিতে মানুষের এমন মন্তব্য সামনে আসছে যা অবাক করার মতো।

author-image
IE Bangla Web Desk
New Update
funny video, funny video viral, video viral today, train video, train viral video today,

সোশ্যাল মিডিয়া মানেই মজার মিম, ভিডিও। এর মধ্যে কিছু ভিডিও আপনাকে হাসতে বাধ্য করে। আজ এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে হেসে খুন নেটপাড়ার সকলেই। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে এই ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, স্টেশনে এক যুবতীকে লাগেজ নিয়ে হেঁটে যাচ্ছেন। তাকে দেখে হুঁশ উড়ে গিয়েছে ট্রেনচালকের। যুবতীকে দেখে চোখের পলক ফেলাই যেন দায় হয়ে দাঁড়ায় ট্রেন চালকের কাছে।

Advertisment

ভাইরাল ভিডিওতে যুবতীকে একটি ট্রলি নিয়ে স্টেশনে হেঁটে যেতে দেখা যায়। মেয়েটি প্ল্যাটফর্মে হাঁটছে। এদিকে যাত্রীবাহী ট্রেন স্টেশনে ঢুকছে সবেমাত্র। ট্রেনের চালক যুবতীকে দেখে চোখ ফেরাতে পারলেন না। চালকের এমন কাণ্ডে আপনি স্তম্ভিত হয়ে যেতে বাধ্য। ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে ট্রেনটি পাশ দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চালক মেয়েটির দিকে তাকিয়ে থাকেন। একটানা মেয়েটার দিকে তাকিয়ে থাকে তিনি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ট্রেনটি অনেক দূর এগিয়ে গেলেও পলক ফেরাতে পারেন নি ট্রেন চালক।

Advertisment

এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। ভিডিওটি নিয়ে মানুষের নানান প্রতিক্রিয়া সামনে আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আগে মেয়েটিকে দেখে নিন, পরে ট্রেন চালান’। অপর এক ব্যবহারকারী লিখেছেন যে ‘এখন আমরা জানতে পেরেছি কেন ট্রেন দুর্ঘটনা ঘটে’। ভিডিওটিতে মানুষের এমন মন্তব্য সামনে আসছে যা অবাক করার মতো।

Viral Video