Advertisment

অলৌকিক প্রতিভা! শিশুকে স্যালুট নেটপাড়ার, আলোড়ণ ফেলা ভিডিও ভাইরাল

শিশুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video, Viral Video of singing, Child Singing Video goes Viral, Trending News

শিশুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে

দেশে মেধার কোন অভাব নেই। টেলিভিশনের রিয়েলিটি শো'র মাধ্যমে কিছু প্রতিভা সামনে আসে। কিন্তু কিছু মানুষ থেকে যান প্রতিভার আড়ালে। যারা কোন সুযোগ পান না, তাদের সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত করে তোলে। এমন অনেক উদাহরণ রয়েছে যারা সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন। অনেকেই আছেন যারা তাদের প্রতিভা দিয়ে দেশের গৌরব বয়ে আনেন। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা দেখে শিশুটিরর প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।

Advertisment

আজকাল, একটি শিশুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। ভিডিওতে শিশুকে হাতে ঢোল নিয়ে ভজন গাইতে দেখা যাচ্ছে। শিশুটিকে তার নাম জিজ্ঞেস করলে সে উত্তর দেন 'দীপক'। শিশুটি জানায় যে ১-২ বছর ধরে গান করছে। এর পরে শিশুটি একটি গান গেয়ে নেটিজেনদের মন কেড়ে নেয়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ৭৪ হাজারের বেশি মানুষ। ভিডিওটি দেখার পর এক ব্যবহারকারী লিখেছেন- একটু রেওয়াজ করে পেশাদার হয়ে যাও, তোমাকে কেউ আটকাতে পারবে না। আরেক ব্যবহারকারী লিখেছেন- এমন শিশুরা আমাদের দেশের গর্ব।

viral
Advertisment