New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-80.jpg)
শচীনের পর এবার কৃষ্ণ প্রেমে সীমা হায়দার, জন্মাষ্টমীতে 'রাধা' সেজে ভাইরাল।
পাকিস্তান ছেড়ে ভারতে আসা সীমা হায়দার নিজেকে পুরোপুরি ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিয়েছেন।
শচীনের পর এবার কৃষ্ণ প্রেমে সীমা হায়দার, জন্মাষ্টমীতে 'রাধা' সেজে ভাইরাল।
সীমা হায়দার ভাইরাল ভিডিও: শচীনের পর এবার কৃষ্ণ প্রেমে সীমা হায়দার, জন্মাষ্টমীতে 'রাধা' সেজে ভাইরাল। সীমা সোশ্যাল মিডিয়ায় একের পর এক অনেক ভিডিও পোস্ট করেছেন, এবার তাকে জন্মাষ্টমী উপলক্ষে ‘রাধার’ চরিত্রে দেখা যাচ্ছে।
পাকিস্তান ছেড়ে ভারতে আসা সীমা হায়দার নিজেকে পুরোপুরি ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিয়েছেন। এর আগে সীমা হায়দারের ভারতে আসা নিয়ে বিতর্ক কম হয়নি। শচীন মীনাকে বিয়ে করার পরই তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন। এখন সীমাকে ধর্মীয় আচার অনুষ্ঠানে সামিল থাকতেও দেখা যাচ্ছে। সারাদেশে ধুমধাম করে পালিত হয়েছে ‘কৃষ্ণ জন্মাষ্টমী’। সীমা হায়দারও পূর্ণ উৎসাহে উৎসবে সামিল হয়েছেন।
সীমা সোশ্যাল মিডিয়ায় একের পর এক অনেক ভিডিও পোস্ট করেছেন, যাতে তাকে জন্মাষ্টমী উপলক্ষে রাধার চরিত্রে দেখা যাচ্ছে। সীমা এবং তার স্বামী শচীন বাড়িতে একটি জন্মাষ্টমী উদযাপনের আয়োজন করেন। অনুষ্ঠান উপলক্ষ্যে বিপুল মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসেন। কারণ সীমা জন্মাষ্টমীর আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন যাতে সবাইকে এতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়।
সীমা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি নতুন ভিডিও শেয়ার করেছেন, যাতে তাকে শচীনের সঙ্গে বসে থাকতে দেখা যায়। এই সময় তিনি ধর্মীয় নেতা শ্রী শ্রী রোহিত গোপালের সঙ্গে কথা বলছেন এবং তাঁর নির্দেশ অনুসারে কৃষ্ণের পূজা করছেন। এই ভিডিওতে সীমাকে রাধার সাজে দেখা যাচ্ছে। তার পরনে কমলা রঙের ঘাগরা। রাধার মতো সাজানো সীমাকে দেখতে প্রচুর মানুষ ভিড় জমান। শচীন এবং সীমা দুজনেই কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন করেছিলেন আড়ম্বরে।